পুলিশ সূত্রে জানা গিয়েছে, কনস্টেবল অজয় কুন্ডুর স্ত্রী জ্যোতি ২০ মার্চ সেক্টর ৩২-এর একটি মন্দির দর্শনের পর তার ভাশুরের স্ত্রী পূজার সাহায্যে ওই রিল তৈরি করেছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি সেক্টর ২০-র গুরুদ্বারা রাউন্ডঅ্যাবাউট এলাকায় জেব্রা ক্রসিং-এ দাঁড়িয়ে হরিয়ানভি গানের সঙ্গে নাচছেন, সেই সময় ট্রাফিক সিগন্যালে গাড়িগুলি থেমে ছিল।
আরও পড়ুন: রাস্তার উপরেই নৃশংস ঘটনা! খুনিকে গণপিটুনি দিয়ে শিক্ষা দিল গ্রামবাসীরা, জানুন ঘটনাটি…
advertisement
রিলটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, হেড কনস্টেবল জসবীর সিং চণ্ডীগড়ের সেক্টর ৩৪ থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, মহিলার এই কর্মকাণ্ড শুধু ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটায়নি, বরং এটি দুর্ঘটনার কারণও হতে পারত। তিনি ওই মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান।
আরও পড়ুন: এ কেমন বাবা, ৭ বছরের মেয়ের গলায় ছুরি চালিয়ে পালানোর চেষ্টা! জানুন ঘটনাটি…
এরপর চণ্ডীগড় পুলিশ গত সপ্তাহে সেক্টর ২০-র বাসিন্দা জ্যোতি ও পূজাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়। পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
তবে তদন্তের সময় পুলিশ জানতে পারে যে, কনস্টেবল অজয় কুন্ডুই এই রিলটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। এরপর চণ্ডীগড় পুলিশ বিভাগ তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।