কার্টক (Cartoq) নামে একটি ওয়েবসাইটে একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে ওই দুই ট্রাভেলারের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা বিবরণ দেওয়া হয়েছে।
ঠিক কী হয়েছে?
একটি গ্র্যান্ড আই ২০ (i20)-তে করে ওই দুই পর্যটক উদয়পুর যাচ্ছিলেন। রাজস্থানের মেনারের কাছে তাঁরা যখন পৌঁছন তখন তাঁরা Google Map-এ অন্য একটি রাস্তার সন্ধান পান। ওই রাস্তাটি ধরলে আরও তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছবেন। এমনই দেখাচ্ছিল অ্যাপটিতে। সেই মতো Google Map-এর সন্ধান দেওয়া নতুন রাস্তা ধরেন তাঁরা। আর তাতেই বিপত্তি।
advertisement
শুরুর দিকে রাস্তাটি মোটামুটি ঠিকঠাক থাকলেও যত এগোচ্ছিলেন তত রাস্তাটি খারাপ হচ্ছিল। সিঙ্গল লেনের ওই রাস্তাটি হাঁটারও অযোগ্য বলে জানা গিয়েছে। কোথাও জল কাদা জমে রয়েছে, কোথাও আবার গর্তে ভর্তি। এক জায়গায় গিয়ে গাড়িটি আটকে যায়। সেটি আর সামনের দিকে এগোতে পারেনি।
এ রপর ওই দুই পর্যটক খবর দেন তাঁদের এক বন্ধুকে। তিনি এসে একটি ট্রাক্টর ও দড়ি জোগাড় করে গাড়িটিকে টেনে তোলে। প্রায় দুপুর ১টা নাগাদ গাড়িটি আটকে পড়ে এবং সেটিকে সম্পূর্ণ ভাবে উদ্ধার করা হয় সন্ধে ৬টা নাগাদ।
তবে এটাই প্রথম নয়, ইতিপূর্বেও কয়েকদিন আগে একটি ট্রাক্টর আটকে গিয়েছিল ওই রাস্তায়। সেই রাস্তাকে কী ভাবে সঠিক বলে দাবি করে Google Map, সমালোচনা এখন তা নিয়েই!