TRENDING:

Tomato Price Hike: আগুন দাম টমেটোর! কবে আবার ঢুকবে রান্নাঘরে? আশা দেখাচ্ছে বিশেষজ্ঞরা

Last Updated:

Tomato Price Hike: ভারতে টমেটোর দাম মধ‍্যবিত্তদের নাগালের বাইরে পৌঁছেছে। বহু মানুষ এখন টমেটো ছাড়াই নিত‍্যদিনের খাবার রান্না করছেন। গত, জুন মাসে মাত্র ২০ টাকা প্রতি কেজি ছিল দাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতে টমেটোর দাম মধ‍্যবিত্তদের নাগালের বাইরে পৌঁছেছে। বহু মানুষ এখন টমেটো ছাড়াই নিত‍্যদিনের খাবার রান্না করছেন। গত, জুন মাসে মাত্র ২০ টাকা প্রতি কেজি ছিল দাম। তবে, এই মাসে ২৬০ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছেছে টমেটোর দাম। গত কয়েক দিন ধরে টমেটোর আগুন দাম উদ্বেগে ফেলেছে সাধারণ মানুষকে।
আগুন দাম টমেটোর! কবে আবার ঢুকবে রান্নাঘরে?
আগুন দাম টমেটোর! কবে আবার ঢুকবে রান্নাঘরে?
advertisement

আরও পড়ুনঃ  ঠিক যেন সিনেমা! বাসে উঠেই পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো, তারপর টানা ২ মিনিট পর পর গুলি, খুন গ্যাংস্টার

এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করার জন্য, সরকার সমবায়ের মাধ্যমে ভর্তুকিযুক্ত পাইকারি মূল্যে টমেটো বিক্রি শুরু করেছে। দিল্লিতে এখন টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। ন্যাশনাল কমোডিটি ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের (এনসিএমএল) পরিচালক সঞ্জয় গুপ্তের মতে, টমেটো সরবরাহের ঘাটতি এবং সবজির পচনশীল প্রকৃতির জন‍্য দাম এত বৃদ্ধি হয়েছে। তিনি ব্যাখ্যা করেছেন, বর্তমানে প্রতিকূল আবহাওয়ার জন‍্য টমেটো যেখানে চাষ হয় সেখানে কীটপতঙ্গের আক্রমণ খুব বেড়ে গিয়েছে।।

advertisement

টমেটোর দামে উল্লেখযোগ্য বৃদ্ধির প্রাথমিক কারণ হল যে অঞ্চলে টমেটো চাষ করা হয় সেখানকার প্রতিকূল আবহাওয়া । বর্ষার মরসুমে অতিরিক্ত বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার ফলে টমেটোর ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ঘটতি বাজারে দেখা দিয়েছে। সঞ্জয় গুপ্ত বলেছেন, যে নতুন ফসল না আসা পর্যন্ত এই পরিস্থিতি আরও এক থেকে দেড় মাস অব্যাহত থাকবে। অতিরিক্ত বৃষ্টির কারণে টমেটো চাষে বিলম্ব হয়েছে। যদিও সমবায়ের মাধ্যমে দাম স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টা প্রশংসনীয়। সঞ্জয় গুপ্ত বলেন যদি উত্তর ভারতের প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকে তাহলে দাম আরও বাড়তে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tomato Price Hike: আগুন দাম টমেটোর! কবে আবার ঢুকবে রান্নাঘরে? আশা দেখাচ্ছে বিশেষজ্ঞরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল