শনিবার ভোরে লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সোনিকা চৌহানের ৷ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ফিরছিলেন তিনি ৷ রাসবিহারী মোড়ের কাছে বিক্রমের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাডারে ধাক্কা মেরে ফুটপাতে উঠে উল্টে যায় ৷ ঘটনাস্থলেই মারা যান সোনিকা ৷ আহত টলি তারকা বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন ৷
মাত্র ২৮ বছর বয়সেই আচমকা অসম্ভব প্রাণচঞ্চল সম্ভাবনাময় জীবনে যবনিকা পতন ৷ কালিকাপ্রসাদের পর গাড়ি দুর্ঘটনায় আরও একটি টলি তারকার অকস্মাৎ মৃত্যু ৷ মানতে পারছেন না কেউই ৷ ঘনিষ্ঠ তারকা বন্ধুরা ছাড়াও শোকাহত টলিগঞ্জের বাকি কলাকুশলীরাও ৷
advertisement
আরও পড়ুন
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সোনিকা চৌহানের, কেন জনপ্রিয় ছিলেন তিনি?
গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, সঙ্গী মডেলের মৃত্যু
বিক্রমের দুর্ঘটনা আর সোনিকার মৃত্যুর খবর আসতেই একের পর এক শোকাহত তারকাদের শোকবার্তায় ভরে ওঠে ট্যুইটার ৷ ট্যুইট করে দুঃখ প্রকাশ করেন অভিনেত্রী কৌশানী, শ্রাবন্তী, নুসরত, সুদীপা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল সহ প্রমুখ ৷