TRENDING:

‘অভিযুক্ত’ এমনই ভয়ানক, আতঙ্কে ভুগছে খোদ পুলিশই!

Last Updated:

পুলিশ আবাসনেই আতঙ্কে পুলিশে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Susovan Bhattacharjee
advertisement

#কলকাতা: পুলিশ আবাসনেই আতঙ্কে পুলিশে!  আতঙ্ক তৈরী করছে মশা। যখন একের পর এক শহরবাসী ডেঙ্গি আক্রান্ত, তার তালিকা থেকে বাদ যায়নি টালিগঞ্জ পুলিশ আবাসন।  এই আবাসনের বেশ কয়েকজন বাসিন্দা আক্রান্ত ডেঙ্গিতে । এখন প্রায় অনেকের ঘরেই থাকছে বন্ধ জানলা, থাকছে মশারি তাও আটকানো যাচ্ছে না মশাকে।

তিন বছর ধরে এখানে থাকেন সঞ্জয় মাইতি। দিদির জন্য ঠাঁই পেয়েছেন আবাসনে, গত মাসের শুরুতেই ডেঙ্গুতে আক্রান্ত হন সঞ্জয়।  পাঁচদিন পরে ফিরে এলেও এখন থাকেন জানলা দরজা বন্ধ করে। যদি আবার হয় ডেঙ্গি।  সকালে হাজারো কাজ থাকলেও জানালা দুপুরে জানলা বন্ধ করতে ভুল করে না সঞ্জয়।  অন্য একজন ১১ বছর ধরে থাকেন এই আবাসনের বাসিন্দা। এতদিন কাগজে পড়েছেন, শুনেছেন, এবার তাঁর ঘরেই ডেঙ্গির হানা।

advertisement

গত মাসের ১০ তারিখ জ্বর, গা- হাতে ব্যাথা নিয়ে ভর্তি হন বেসরকারি হাসপাতালে।  পরে জানতে পারেন তাঁর ডেঙ্গি হয়েছে।  এখন তার সর্বক্ষণের সঙ্গী মশারি। ঘরে বসে থাকেন মশারিতে।  একাদশ শ্রেণিতে পড়ে তারই ছেলে শুভঙ্কর।  ঘরে থাকলেই পরে থাকে ফুলহাতা জামা বা গেঞ্জি।  ইচ্ছা না থাকলেও মায়ের বকা খেয়ে পরতে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এখানে প্রতিদিন আসেন না পুরকর্মী। সপ্তাহে এক দেখা গেলেও সব দিকে নজর দেন না বলে অভিযোগ করেছেন বাসিন্দা উন্নতির দাস। তবে পুরকর্মী অনিয়মিত নন তা সাফ কথায় জানিয়ে দেন ৯৪ ওয়ার্ডের কাউন্সিলার অর্চনা সেনগুপ্ত।  তাঁর অভিযোগ নিদিষ্ট স্থান ময়লা ফেলার কথা বলা হলেও কেউ ব্যবহার করেন না। নিয়ম অমান্য করে বাড়ি থেকেই ছুঁড়ে ফেলে ময়লা। অভিযোগ-পাল্টা অভিযোগ যাই থাকুক, অনেকে মস্করা করে বলছে ডেঙ্গি মশার দাপট এখানে পুলিশের থেকেও বেশি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘অভিযুক্ত’ এমনই ভয়ানক, আতঙ্কে ভুগছে খোদ পুলিশই!