TRENDING:

পাক প্রধানমন্ত্রী শরিফের ফোন মোদিকে

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ ট্যুইট করে এই খবর জানাল প্রধানমন্ত্রীর দফতর ৷ পাঠানকোটে জঙ্গি হামলার পর এই প্রথম পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে ফোন এল মোদির কাছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# নয়াদিল্লি :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ ট্যুইট করে এই খবর জানাল প্রধানমন্ত্রীর দফতর ৷ পাঠানকোটে জঙ্গি হামলার পর এই প্রথম পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে ফোন এল মোদির কাছে  ৷ ফোনে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন নওয়াজ শরিফ ৷
advertisement

মঙ্গলবার বিকেলে শ্রীলঙ্কা থেকে নরেন্দ্র মোদিকে ফোন করে পাঠানকোট হামলার তদন্তে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷  প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে,ফোনে পাঠানকোট হামলার তীব্র নিন্দা করেন শরিফ ৷ জবাবে নরেন্দ্র মোদি বলেন, ভারত চায় পাঠানকোট হামলায় যুক্ত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিক পাকিস্তান সরকার ৷ এরপরই কড়া ও প্রযোজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পাক প্রধানমন্ত্রী ৷ সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পাক NIA-কে সহযোগিতার নির্দেশ দিয়েছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাঠানকোট হামলায় প্রথমদিন থেকে আঙুল উঠেছে পাকিস্তানের দিকে ৷ পাক মদতপুষ্ট জঙ্গিরাই যে এই আক্রমণ চালিয়েছে এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ পাক যোগের সমস্ত প্রমাণ এদিনই পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত ৷ শরিফের এই ফোনবার্তা ভারত-পাক কূটনৈতিক সম্পর্কে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার ৷

বাংলা খবর/ খবর/দেশ/
পাক প্রধানমন্ত্রী শরিফের ফোন মোদিকে