অভিযুক্ত তিন জনের নাম মোহন, সূর্য এবং সন্তোষ৷ কিছুদিন আগেই তারা একটি সাপকে পাকড়াও করে৷ তারপর সাপটাকে নিয়ে একটি ভিডিও তুলতে শুরু করে তারা৷ ভিডিয়োয় দেখা যায়, ৩ ফুটের একটি সাপ হাতে নিয়ে খেলা করছে মোহন৷ তারপরে, ভিডিওতেই সে জানায়, এখন সে সাপটার মাথা দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দেবে৷ ব্যস! যেমন কথা তেমন কাজ৷ সাপটার মাথা দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দেয় মোহন৷ গোটা পৈশাচিক ঘটনাই রেকর্ড হয় ভিডিয়োয়৷
advertisement
এখানেই থামেনি মোহনেরা৷ এরপরে সেই ভিডিয়ো তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে৷ হুহু করে ভাইরাল হয় সেই ভিডিও৷ চতুর্দিকে এমন পৈশাচিক কাণ্ড ঘিরে নিন্দার ঝড় ওঠে৷ ভিডিওটির বিষয়ে Wildlife Crime Control authority কে খবর দেন পশুপ্রেমীরা৷
আরও পড়ুন: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড! বিমানের ককপিটের ভিতরেই দেখা মিলল কোবরার... তারপর
তারপরেই পুলিশি তৎপরতায় ধরা পড়ে মোহন, সূর্য এবং সন্তোষ৷ পুলিশি জেরায় মোহন জানিয়েছে, তাঁকে একবার সাপে কামড়েছিল৷ তাই সে সাপকে পাল্টা কামড়ে প্রতিশোধ নিতে চেয়েছিল৷