TRENDING:

‘অগণতান্ত্রিক, দূরভিসন্ধিমূলক সিদ্ধান্ত’, নির্বাচনের নয়া নিয়মের তীব্র বিরোধিতা করে তৃণমূলের চিঠি কমিশনকে

Last Updated:

কোনও আলোচনা ছাড়া একতরফা এই সিদ্ধান্ত কেন? প্রশ্ন তুলে চিঠিতে নয়া নিয়মের একাধিক কারণ নিয়ে সওয়াল করেছে তৃণমূল ৷ তাদের মতো, এতে খরচা বাড়বে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মহামারী করোনার দাপটের মধ্যেই বিহারের ভোটের দামামা ৷ সংক্রমণ এড়াতে ভোট বিধিতে আমূল পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন ৷ বলা হয়েছে, বিহারের বিধানসভা নির্বাচনে ৬৫ বছরের বেশি বয়সের মানুষেরা ও করোনা আক্রান্তরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আর এই ভোট বিধির পরিবর্তনেরই তীব্র বিরোধিতা করে কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস ৷
advertisement

চিঠিতে তৃণমূল কংগ্রেস লিখেছে, ভোট-বিধিতে বদল অসাংবিধানিক ৷ এই পরিবর্তন খামখেয়ালি, দূরভিসন্ধিমূলক সিদ্ধান্ত ৷ তৃণমূল কংগ্রেসের আশঙ্কা, এতে ব্যালটের গোপনীয়তা লঙ্ঘিত হবে ৷ একইসঙ্গে এই বিধিতে ভোটে কারচুপি হতে পারে অভিযোগ তৃণমূলের৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কোনও আলোচনা ছাড়া একতরফা এই সিদ্ধান্ত কেন? প্রশ্ন তুলে চিঠিতে নয়া নিয়মের একাধিক কারণ নিয়ে সওয়াল করেছে তৃণমূল ৷ তাদের মতো, এতে খরচা বাড়বে ৷ চিঠিতে অবিলম্বে এই নতুন নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আরও বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার মাত্র ৬ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের উপরে। ভোটবিধি বদলে প্রবীণদের প্রতি বৈষম্য করা হচ্ছে ৷ একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়সও যে ৬৫ বছরের উর্ধ্বে, সেই কথা মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নির্বাচন কমিশনের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে তৃণমূল লিখেছে, প্রধানমন্ত্রীর বয়স ৬৫ -এর উপরে হলেও তিনি প্রচারে অংশ নেবেন তবে ভোট দেবেন পোস্ট্যাল ব্যালেটে ৷ এটা খুবই হাস্যকর বিষয় ৷ উল্লেখ্য, শুধু প্রধানমন্ত্রীই নন, এই মুহূর্তে ১৩ টি রাজ্যের মুখ্যমন্ত্রীর বয়সও ৬৫ বছরের বেশি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘অগণতান্ত্রিক, দূরভিসন্ধিমূলক সিদ্ধান্ত’, নির্বাচনের নয়া নিয়মের তীব্র বিরোধিতা করে তৃণমূলের চিঠি কমিশনকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল