দিল্লিতে সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন, 'তৃণমূলকর্মীরাই ভেঙেছে বিদ্যাসাগরের মূর্তি৷ বিদ্যাসাগর কলেজের গেট বন্ধ ছিল৷ বিজেপি কর্মীরা বাইরে ছিলেন৷ ঘরের মধ্যে ছিল মূর্তি৷ তা হলে মূর্তি কে ভাঙল? তৃণমূলের গুণ্ডারাই ভেঙেছে৷ সিআরপিএফ না-থাকলে বেঁচে ফিরতাম না৷ অশান্তি নিয়ে তদন্ত হোক নিরপেক্ষ সংস্থাকে দিয়ে৷ আমাদের বাইকেই আগুন ধরানো হয়৷'
ইতিমধ্যেই মূর্তি ভাঙা নিয়ে অমিত শাহের বিরুদ্ধে এফআইআর করেছেন বিদ্যাসাগর কলেজের ছাত্র-ছাত্রীরা৷ সেই প্রসঙ্গে বিজেপি সভাপতি বলেন, 'এফআইআর নিয়ে ভয় পাই না৷ বিজেপির রোড শোয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস৷ তাই মূর্তি ভাঙা নিয়ে নাটক করছে৷ আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে৷ এফআইআর-এ বিজেপিকে রোখা যাবে না৷'
advertisement
আরও ভিডিও: সন্ধে হতেই বদলে গেল অমিত শাহ-এর রোড শো-র মুড
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2019 12:54 PM IST