TRENDING:

পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ঝড়, দাঁত ফোটাতে পারল না বিরোধীরা

Last Updated:

যার মধ্যে ২৬টিই গিয়েছে তৃণমূলের দখলে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের ৩৩০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৫২টিই জিতে নিল তৃণমূল কংগ্রেস । ১০০টি পঞ্চায়েত সমিতিতে কোনও প্রতিদ্বন্দ্বিতাই হয়নি । সোমবার বাকি ২৩০টি পঞ্চায়েত সমিতিতে ভোটগ্রহণ হয় । এখনও পর্যন্ত ২৪৮টিতে এগিয়ে রয়েছে তৃণমূল ।  পঞ্চায়েত সমিতির দখল নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিরোধীরা ।
advertisement

যে পঞ্চায়েত সমিতিগুলিতে জয়লাভ করেছে তৃণমূল তার মধ্যে রয়েছে-

পূর্ব মেদিনীপুরের কাঁথি ১, কাঁথি দেশপ্রাণ, খেজুরি ১, খেজুরি ২, এগরা ১, এগরা ২, ভগবানপুর ১, পটাশপুর ১, পটাশপুর ২ ও পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি ।

হুগলির আরামবাগ পঞ্চায়েত সমিতির ৬টি গ্রাম পঞ্চায়েতেই জয়ী হয়েছে তৃণমূল ।

উত্তর ২৪ পরগনার বারাকপুর ১, বারাকপুর ২ ও হাসনাবাদ পঞ্চায়েত সমিতি ।

advertisement

দক্ষিণ ২৪ গরপনার ভাঙড় পোলেরহাট পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলো ।

কোচবিহারের তুফানগঞ্জ ১ ও তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতি ।

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ, সালানপুর, বারাবণী ও কাঁকসা পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়েছে তৃণমূল ।

বাংলা খবর/ খবর/দেশ/
পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ঝড়, দাঁত ফোটাতে পারল না বিরোধীরা