তৃণমূল অবশ্য এরই পাশাপাশি চাইছে মহিলা সংরক্ষণ বিল সংসদে ফিরিয়ে আনা হোক। তৃণমূলের বক্তব্য, দেশজুড়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে কেন্দ্র। এই নিয়ে সংসদে কথাবার্তা উঠুক চাইছে তৃনমূল। তাছাড়া কেন্দ্রীয় এজেন্সিগুলো অর্থাৎ সিবিআই ইডি কাজে লাগানো হচ্ছে রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য,এই অভিযোগে তৃণমূল চাইছে সংসদে তর্ক জমুক।
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, দেশে তখন তেলের দাম বাড়ছে এর পিছনে যুক্তি টাকি সরকারকে জবাব দিতে হবে। আমরা এমপি ল্যাডের টাকা বন্ধ হওয়া নিয়েও প্রশ্ন তুলেছি। এই টাকা পেলে স্ব স্ব এলাকায় কোভিড মোকাবিলার ক্ষেত্রে অসুবিধা হবে।"
advertisement
এ দিকে কংগ্রেসের বক্তব্য দীর্ঘদিন ডেপুটি স্পিকার পদটি লোকসভায় ফাঁকা পড়ে রয়েছে। এবার সেই পদে নিয়োগ চায় কংগ্রেস। সমাজবাদী পার্টির থেকে এসেছে রাজ্যপাল বিষয়। সমাজবাদী পার্টির নেতা রামপাল যাদব বলছেন, রাজভবন মোদী জমানায় বিজেপি অফিসে পরিণত হয়েছে। তিনি চান এ বিষয়টিতে নজর দিক সরকার। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, আগামী দিনগুলিতে সরকারকে কোণঠাসা করতে এই সবগুলোই ব্যবহার করা হবে।
এইসব বিষয়গুলিকেই যে আসন্ন বাদল অধিবেশনে সরাসরি মোকাবিলা করতে হতে পারে এমনটা বুঝেই পাল্টা প্রস্তুতি নিচ্ছে সরকার।