ইতিমধ্যেই কলকাতায় এসে এক দফা বৈঠক সেরে গিয়েছিলেন ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল, দল ত্রিপুরার ৬০ আসনেই প্রার্থী দেবে। এ দিন জানা গিয়েছে, সেই প্রস্তুতি অনুযায়ীই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির থাকতে পারেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: বয়স ৯৩, বৃদ্ধ এসে নিজের পরিচয় দিতেই বীরভূমে চমকে উঠলেন দিদির দূত
অন্যদিকে, কমলপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি নিজের অবনতির অবস্থানটা স্পষ্ট ভাবে বুঝতে পারছে।"
তৃণমূলের অভিযোগ, বিরোধীদের ভয়ে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দল তৃণমূল কংগ্রেসের পতাকা ও প্রচার সজ্জা নষ্ট করে দিচ্ছে। অভিযোগ করা হয়েছে, মন্ত্রী মনোজ কান্তি দেবের এলাকা কমলপুরে, তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে। বিগত দিনেও দেখা গিয়েছে বক্সনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে এবং পাশাপাশি বামুটিয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোপাল মালকারের উপরে অত্যাচার চালানো হয়েছে।
বিজেপি ত্রিপুরার মানুষকে সুশাসনের পরিবর্তে কুশাসন দিয়েছে সেটা প্রতিনিয়ত প্রমাণ হয়ে গিয়েছে, বলে অভিযোগ করেছেন ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। অন্যদিকে নির্বাচনী সভার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী ৬ ও ৭ তারিখ ত্রিপুরায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদয়পুরে মাতাবাড়িতে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর আগরতলা শহরে আগামী ৭ তারিখ একটি রোড শো করার কথা রয়েছে দু' জনের। এ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় দু' টি সভা করতে পারেন।