তিনি বলেন বিনা পয়সায় রেশন দেব, ভোট দিন! অর্থাৎ তাঁর সরকার রাজ্যবাসীর জন্য যে যে উন্নয়নমূলক এবং জনহিতৈষী প্রকল্পগুলি নিয়ে এসেছে, তার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন যে একমাত্র বাংলার সরকারই সাধারণ মানুষকে বিনামূল্য রেশন দেয়৷ ভবিষ্যতে তিনি তখতে ফিরলে সেই ব্যবস্থা যে চালু থাকবে, সেই আশ্বাসও দেন মমতা৷ শুধু রেশন নয়, রয়েছে সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প৷ যার মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন৷ এই স্বাথ্যসাথী কার্ড বাড়ির মেয়েদের নামে৷ ফলে মেয়েরাই বাড়ির সকলের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারবেন বলে মত মমতার৷ খাদ্যের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রেও তাঁর সরকার সাধারণের পাশা দাঁড়িয়েছে৷ একদিকে যেমন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা মিলবে, তেমনই পড়ুয়াদের জন্য তৃণমূল সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ পড়ুয়াদের মিলছে বিনামূল্যে ট্যাব বা স্মার্টফোন৷ এরফলে পড়াশুনায় অনেকটা সুবিধা পাবেন উচুশ্রেণীর ছাত্রছাত্রীরা৷ মমতা বলেন যে, বিজেপি কাজ না করে ভবিষ্যতের টোপ দিয়ে ভোট চাইছে, তবে তাঁর দল সব সুবিধা মানুষের সামনে ইতিমধ্যেই নিয়ে এসেছে{ এবং নিজেদের কাজের খতিয়ান দিয়ে মমতা আশাবাদী যে মানুষ এই সব কারণে তাঁদের ভোট দেবেন৷
advertisement
এদিনের মঞ্চে উঠেই তিনি বলেন যে মালদহে তৃণমূল ভোট পায়না৷ তার কোনও কারণ কী, সেটাও তিনি জানেন না৷ মালদহের মঞ্চ থেকেও বিজেপিকে নিশানা করেন মমতা৷ বিজেপি সরকার ভেদাভেদের রাজনীতি করে, ধর্ম-জাতের বিভেদ করে মানুষে মানুষে হিংসা তৈরি করে বলেন ফের তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী৷