TRENDING:

'বিনা পয়সায় রেশন দেব, ভোট দিন!' মালদহে ঘুরে দাঁড়াতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন তৃণমূল সরকারের জনপ্রকল্পের খতিয়ান

Last Updated:

এনিয়ে বারবারই আক্ষেপ শোনা গিয়েছে দলনেত্রীর গলায়। উন্নয়নের কাজ করেও মালদহে কেন ভাল ফল করা যাচ্ছে না তা নিয়ে প্রকাশ্যে অভিমান জানাতেও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে মালদহে উপস্থিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তর দিনাজপুর থেকে সরারসি তিনি পৌঁছলেন মালদহের ক্রীড়া সংস্থার স্টেডিয়াম সংলগ্ন মাঠে, তৃণমূলের কর্মীসভায়৷ সেখান থেকে কর্মী সমর্থকদের উদ্দ্যেশে খুবই সাফ কথা দিয়ে নিজের বক্তব্য শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন যে, মালদহে তিনি প্রচুর সভা করেছেন, নানা প্রকল্পে এসেছেন, মালদহবাসীর ভালবাসা পেয়েছেন৷ কিন্তু সেই উৎসাহ বা ভালবাসা কখনও ভোটবাক্সে প্রতিফলিত হয়নি৷ গত ২০১৬ বিধানসভা নির্বাচনে রাজ্যে একমাত্র মালদহ জেলায় কোনও আসনে জেতেনি তৃণমূল। ২০১৯ লোকসভা নির্বাচনেও জেলার দুটি আসনে হেরেছে তৃণমূল। এনিয়ে বারবারই আক্ষেপ শোনা গিয়েছে দলনেত্রীর গলায়। উন্নয়নের কাজ করেও মালদহে কেন ভাল ফল করা যাচ্ছে না তা নিয়ে প্রকাশ্যে অভিমান জানাতেও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই সাধারণের কাছে সরাসরি ভোট চাইলেন তৃণমূল নেত্রী৷
advertisement

তিনি বলেন বিনা পয়সায় রেশন দেব, ভোট দিন! অর্থাৎ তাঁর সরকার রাজ্যবাসীর জন্য যে যে উন্নয়নমূলক এবং জনহিতৈষী প্রকল্পগুলি নিয়ে এসেছে, তার উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন যে একমাত্র বাংলার সরকারই সাধারণ মানুষকে বিনামূল্য রেশন দেয়৷ ভবিষ্যতে তিনি তখতে ফিরলে সেই ব্যবস্থা যে চালু থাকবে, সেই আশ্বাসও দেন মমতা৷ শুধু রেশন নয়, রয়েছে সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প৷ যার মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন৷ এই স্বাথ্যসাথী কার্ড বাড়ির মেয়েদের নামে৷ ফলে মেয়েরাই বাড়ির সকলের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারবেন বলে মত মমতার৷ খাদ্যের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রেও তাঁর সরকার সাধারণের পাশা দাঁড়িয়েছে৷ একদিকে যেমন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা মিলবে, তেমনই  পড়ুয়াদের জন্য তৃণমূল সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ পড়ুয়াদের মিলছে বিনামূল্যে ট্যাব বা স্মার্টফোন৷ এরফলে পড়াশুনায় অনেকটা সুবিধা পাবেন উচুশ্রেণীর ছাত্রছাত্রীরা৷ মমতা বলেন যে, বিজেপি কাজ না করে ভবিষ্যতের টোপ দিয়ে ভোট চাইছে, তবে তাঁর দল সব সুবিধা মানুষের সামনে ইতিমধ্যেই নিয়ে এসেছে{ এবং নিজেদের কাজের খতিয়ান দিয়ে মমতা আশাবাদী যে মানুষ এই সব কারণে তাঁদের ভোট দেবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

এদিনের মঞ্চে উঠেই তিনি বলেন যে মালদহে তৃণমূল ভোট পায়না৷ তার কোনও কারণ কী, সেটাও তিনি জানেন না৷ মালদহের মঞ্চ থেকেও বিজেপিকে  নিশানা করেন মমতা৷ বিজেপি সরকার ভেদাভেদের রাজনীতি করে, ধর্ম-জাতের বিভেদ করে মানুষে মানুষে হিংসা তৈরি করে বলেন ফের তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'বিনা পয়সায় রেশন দেব, ভোট দিন!' মালদহে ঘুরে দাঁড়াতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন তৃণমূল সরকারের জনপ্রকল্পের খতিয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল