একই সঙ্গে বিজেপি-র অভিযোগ নস্যাৎ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছে তা পারিবারিক বিবাদের জের৷ তৃণমূল সাংসদ বলেন, 'এখানে বিজেপি- তৃণমূল বা তৃণমূলের সঙ্গে অন্য কোনও দলের বিবাদ নয়। দুই পরিবারের অভ্যন্তরীণ বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে৷ মুখ্যমন্ত্রী সিট গঠন করেছেন।কুড়িজনকে গ্রেফতার করা হয়েছে৷ এটা নিয়ে রাজনীতি করবেন না৷' তৃণমূল সাংসদ আরও জানান, 'আমরা অমিত শাহর সঙ্গে দেখা করতে সময় চেয়েছি। তাঁকে সব বিস্তারিত জানাবো।'
advertisement
আরও পড়ুন: সিটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে পাল্টা কড়া চিঠি রাজ্যপালের
এর আগে লোকসভায় বগটুই গ্রামের ঘটনার কথা তুলে সুর চড়ান বিজেপি সাংসদ এবং রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি অভিযোগ করেন, রাজ্যের আইনশৃঙ্খলা এবং শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে৷
আরও পড়ুন: 'কেউ ছাড় পাবে না', চক্রান্তের অভিযোগ তুলে বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
কেন্দ্রীয় সরকার যাতে পশ্চিমবঙ্গে নিজেদের অধিকার প্রয়োগ করে, সেই দাবিও জানান বালুরঘাটের সাংসদ৷ সুকান্ত মজুমদার আরও দাবি করেন, এখনও বগটুই গ্রামের অন্তত কুড়িজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন৷ বগটুইয়ের ঘটনা নিয়ে লোকসভায় এদিন স্লোগানও দেন বিজেপি সাংসদরা৷
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার বগটুই গ্রামের ঘটনা সামনে আসার পরই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার৷ এবার পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বগটুই গ্রামের ঘটনা নিয়ে নিজেদের বক্তব্য জানাতে চায় তৃণমূল৷