TRENDING:

TMC: অপরাজিতা বিল দ্রুত কার্যকর হোক! রাষ্ট্রপতির কাছে তৃণমূলের সংসদীয় দল

Last Updated:

TMC: বিধানসভায় বিল পাস হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই নিয়েই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অপরাজিতা বিল কার্যকর করতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হল তৃণমূলের সংসদীয় দল। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সাড়া পড়ে যায় গোটা দেশে। এর পরই রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ পেশ হয়।
রাষ্ট্রপতির কাছে তৃণমূলের প্রতিনিধি দল
রাষ্ট্রপতির কাছে তৃণমূলের প্রতিনিধি দল
advertisement

বিধানসভায় বিল পাস হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই নিয়েই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের। সেখান থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, ”রাজ‍্যপালের তরফে বিলটি আটকে রাখা হয়েছে রাষ্ট্রপতির সম্মতির কথা বলে। বিলটি যাতে রাষ্ট্রপতি দ্রুত কার্যকর করেন সেই দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। বিলটির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।”

advertisement

আরও পড়ুন: রাজ্য বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করলেন চন্দ্রিমা! বরাদ্দ ২০০ কোটি, মমতা সরকারের নতুন প্রকল্পের সুফল পাবেন লাখ-লাখ মানুষ

লোকসভার তৃণমূলের সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ”রাষ্ট্রপতি মন দিয়ে আমাদের কথা শুনেছেন। মনে হয়েছে উনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে দ্রুত পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি।”

সেরা ভিডিও

আরও দেখুন
দেওয়াল জুড়ে রয়েছে শুধুই ইতিহাসের গন্ধ, বিপ্লবী ক্ষুদিরাম বসুর বেড়ে ওঠা 'এই' বাড়িতেই! জানুন
আরও দেখুন

বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল সাংসদদের ১১ জনের প্রতিনিধিদল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন ছাড়াও দলে তৃণমূলের নয় জন মহিলা সাংসদ ছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
TMC: অপরাজিতা বিল দ্রুত কার্যকর হোক! রাষ্ট্রপতির কাছে তৃণমূলের সংসদীয় দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল