বিধানসভায় বিল পাস হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই নিয়েই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের। সেখান থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, ”রাজ্যপালের তরফে বিলটি আটকে রাখা হয়েছে রাষ্ট্রপতির সম্মতির কথা বলে। বিলটি যাতে রাষ্ট্রপতি দ্রুত কার্যকর করেন সেই দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। বিলটির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।”
advertisement
লোকসভার তৃণমূলের সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ”রাষ্ট্রপতি মন দিয়ে আমাদের কথা শুনেছেন। মনে হয়েছে উনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে দ্রুত পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি।”
বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল সাংসদদের ১১ জনের প্রতিনিধিদল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন ছাড়াও দলে তৃণমূলের নয় জন মহিলা সাংসদ ছিলেন।