TRENDING:

TMC MP Suspend: ওয়াকফ বিল সংশোধনী বৈঠকে তুলকালাম! সাসপেন্ড তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিরোধী সাংসদ

Last Updated:

TMC MP Suspend: ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে যৌথ সংসদীয় কমিটির (JPC) বৈঠকে তুলকালাম। বিরোধী দলগুলির ১০ জন সাংসদকে দিনের জন্য বৈঠক থেকে সাসপেন্ড করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে যৌথ সংসদীয় কমিটির (JPC) বৈঠকে তুলকালাম। বিরোধী দলগুলির ১০ জন সাংসদকে দিনের জন্য বৈঠক থেকে সাসপেন্ড করা হয়েছে কমিটির বৈঠক থেকে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড Image: PTI
কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড Image: PTI
advertisement

বরখাস্ত হওয়া বিরোধী দলগুলির সাংসদদের মধ্যে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC), মহম্মদ জাওয়েদ (Congress), এ রাজা (DMK), আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM), নাসির হুসেন (Congress), মোহিবুল্লাহ (Samajwadi Party), এম. আবদুল্লাহ (DMK), অরবিন্দ সাওয়ান্ত (Shiv Sena UBT), নাদিম উল হক (TMC) এবং ইমরান মাসুদ (Congress)।

আরও পড়ুন: কবে পৃথিবী ধ্বংস হবে জানিয়ে দিলেন বিজ্ঞানীরা! বাঁচবে না কোনও প্রাণী, আর কী ঘটবে

advertisement

বৈঠক থেকে বিরক্ত হয়ে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ডেড সাংসদ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “সভায় অঘোষিত জরুরি অবস্থার মতো চলছে…চেয়ারম্যান এই বৈঠকে কারও কথা শোনেন না। (বৈঠক) নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তিনি কারও কথা শোনেন না…ওনারা ভাবছেন (বিজেপি সাংসদরা) নিজেরা উপ-প্রধানমন্ত্রী এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী।” পাশাপাশি তিনি আরও বলেন “সম্পূর্ণ প্রহসন চলছে। আমাদের বলা হয়েছিল ২৪ এবং ২৫ জানুয়ারি বৈঠক হবে। এখন দেখছি আলোচনার বিষয় বদলে গিয়েছে”।

advertisement

আরও পড়ুন: মুম্বইয়ে নৃশংস নির্যাতনের ঘটনা! তরুণীকে ধর্ষণ করে শরীরে ঢুকিয়ে দেওয়া হল ব্লেড, পাথর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

১৯৯৫ সালের ওয়াকফ আইন অনুযায়ী, ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের জন্য যে নিয়মগুলি রয়েছে তা বিভিন্ন সময়ে দুর্নীতি-সহ বিভিন্ন কারণে সমালোচিত হয়েছে। ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আলোচনা করছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যাতে দখলদারি, দুর্নীতি-সহ বিভিন্ন অনৈতিক বিষয়গুলির মোকাবিলা করা যায়। এবার এই বিল সংশোধনের জন্য ডাকা বৈঠকেই শুরু অশান্তি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
TMC MP Suspend: ওয়াকফ বিল সংশোধনী বৈঠকে তুলকালাম! সাসপেন্ড তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিরোধী সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল