TRENDING:

Tripura assembly election: ত্রিপুরায় কি তিপ্রামোথার হাত ধরবে তৃণমূল? সম্ভাবনা ওড়াচ্ছেন না দলের নেতারাই

Last Updated:

আপাতত একলা চলো নীতিতেই জোর দিচ্ছেন দলের নেতারা, তবে জোটের সম্ভাবনা থাকছেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আঞ্চলিক দলের সঙ্গে কি জোটের রাস্তা কোনও ভাবে খুলে রাখছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস? ৬০ আসনে প্রার্থী দেওয়ার কথা বারবার বলা হলেও, অপেক্ষার সুর শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেসের গলাতেও। তাই রাজনৈতিক মহল মনে করছে, তাহলে কি তৃণমূল কংগ্রেস কোথাও না কোথাও তিপ্রামোথার দিকে ঝুঁকবে! সেই সম্ভাবনা জোরালো করে দলের এক নেতা জানিয়েছেন, "দেখুন না কি হয়।"
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

ত্রিপুরা নির্বাচন নিয়ে প্রথম বৈঠকে অবশ্য দলের পক্ষ থেকে  জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেস মনে করে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস একাই একশো।

আরও পড়ুন:  হারা আসন জিতেতে মহড়া শুরু বাংলায়, নাড্ডা পর রাজ্যে আসছেন শাহ 

শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতায় দীর্ঘক্ষণ ত্রিপুরার নির্বাচন সংক্রান্ত বৈঠক করার পর ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।

advertisement

ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমরা সর্বভারতীয় দল হিসেবে ত্রিপুরার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সেই কারণে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ডেকেছিলেন নির্বাচন সংক্রান্ত আলোচনা করার জন্য। আমরা নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করেছি। মোট ৬০টি বিধানসভা সিট আছে, সেখানে প্রার্থী হওয়ার জন্য় একাধিক জীবনপঞ্জী জমা পড়েছে। আমরা আজকে প্রত্যেকটি আসনের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি।"

advertisement

আরও পড়ুন: 'মডেল ত্রিপুরা' গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার : মানিক সাহা

তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেস একমাত্র নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে যে বিজেপিকে কী করে হারানো যায়। আপনারা বলুন তো গোয়াতে কংগ্রেসের যে কজন বিধায়ক ছিল প্রত্যেকে বিজেপিতে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাতে পারে এটা প্রমাণিত এবং ত্রিপুরার মাটিতেও তৃণমূল কংগ্রেসের যা শক্তি আছে সেখানে বিজেপিকে হারাতে সক্ষম হবে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাজীব জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং 'বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা সফরে যাবেন। রাজীব বলেন, 'মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নের জন্য বার্তা দেব এবং তৃণমূল কংগ্রেস চাইছে যে বাংলায় যেভাবে একের পর এক উন্নয়নের প্রকল্পের জোয়ার আনা হয়েছে, ঠিক সেইভাবে সেই সব উন্নয়নের প্রকল্প ত্রিপুরার মানুষকে দিতে। "

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura assembly election: ত্রিপুরায় কি তিপ্রামোথার হাত ধরবে তৃণমূল? সম্ভাবনা ওড়াচ্ছেন না দলের নেতারাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল