TRENDING:

TMC UP| যোগীরাজ্যে খেলা হবে দিবস পালিত হবে? নাছোড় চেষ্টায় তৃণমূল

Last Updated:

TMC UP| চিঠি পৌঁছে গিয়েছে পুলিশ সুপার বা জেলাশাসকের কাছে। কিন্তু এখনও নিরুত্তর সব পক্ষই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অনুমতি চাওয়া হয়েছিল দিন দশেক আগেই। কিন্তু তার পরেও যোগীরাজ্যে কর্মসূচি পালনে মুশকিলে পড়তে হচ্ছে তৃণমূলকে। আগামী ১৬ আগস্ট লখনৌতে খেলা হবে দিবস পালনের অনুমতি এখনও পর্যন্ত মেলেনি।  চিঠি পৌঁছে গিয়েছে পুলিশ সুপার বা জেলাশাসকের কাছে। কিন্তু এখনও নিরুত্তর সব পক্ষই।
advertisement

উত্তরপ্রদেশের তৃণমূল নেতা নীরজ রাই আজই স্থানীয় থানায় যোগাযোগ করেন, নতুন করে চিঠিও দেন অনুতমি চেয়ে। নিউজ18 -কে তিনি বলেন, "আমরা তাদের অনেক আগেই চিঠি দিয়েছিলাম চিঠির প্রতিলিপি মেইল করেছিলাম। কিন্তু এখন তারা বলছে তারা অনুমতি দিতে অক্ষম। আসলে যোগী সরকার কোনো প্রতিপক্ষ চায় না, তাই এই ধরনের আচরণ।"

২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষণ দেন তা সম্প্রচারিত হয়েছিল ত্রিপুরা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে। সেই ভাষণ থেকে প্রেরণা নিয়েই পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামেন তৃণমূল কর্মীরা। তখনই তাদের গ্রেফতার করে বলা হয় যে কোনও মিছিল বা অনুষ্ঠানের জন্য ১০ দিন আগে অনুমতি চাইতে হবে। নিয়মকে মান্যতা দিয়েই এই নব্য কর্মসূচির জন্য ছাড় দিচ্ছে না লখনৌ প্রশাসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত গুজরাটেও তৃণমূল এখনও পর্যন্ত খেলা হবে দিবস পালনের অনুমতি পায়নি। এখানেও বিস্তর চিঠি পাঠানো হয়েছে কিন্তু উত্তর আসেনি প্রশাসনের তরফে। অন্য দিকে ত্রিপুরাতেও এখনও সংশয় রয়েছে খেলা হবে দিবস নিয়ে। যদিও কোথাও চেষ্টা করছেন না তৃণমূল নেতাকর্মীরা। যদি দেশের কোনও রাজ্যে এই কর্মসূচি ব্যাহত হয় তাহলে দেশজুড়ে প্রতিবাদ করবে তৃণমূল, এমনটাই অন্দরের খবর।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
TMC UP| যোগীরাজ্যে খেলা হবে দিবস পালিত হবে? নাছোড় চেষ্টায় তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল