রবিবারই আগরতলায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ সেই সভা থেকেই ত্রিপুরার বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি৷
পুরভোটেই ত্রিপুরায় তৃণমূল (TMC in Tripura) নিজেদের শক্তি বুঝিয়ে দেবে বলে জানান অভিষেক৷ ২০২৩ সালে তৃণমূলই বিজেপি-কে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি৷ ত্রিপুরায় এমনিতেই তৃণমূল- বিজেপি সংঘাত চরমে পৌঁছেছে৷ রবিবার অভিষেকের সভার পরে সেই রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে৷ তারই মধ্যে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর উপরে হামলার অভিযোগ উঠল৷
advertisement
আরও পড়ুন: অভিষেকের হাত ধরেই ত্রিপুরা BJP-তে ভাঙন শুরু, আশিসের যোগদানে আরও বড় জল্পনা
ত্রিপুরায় তৃণমূল রাজনৈতিক কর্মসূচি শুরু করার পর থেকেই তাদের একাধিক নেতা, কর্মীর উপরে বিজেপি আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনকে কলকাতায় এনে চিকিৎসাও করা হয়েছে৷ সেই তালিকায় নতুন সংযোজন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়৷
আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুর নির্বাচন৷ ২৮ নভেম্বর তার ফল ঘোষণা৷ ১৩টি মিউনিসিপ্যাল কাউন্সিল, ৬টি নগর পঞ্চায়েত এবং ১টি পুর নিগমে ভোটগ্রহণ হবে৷ ত্রিপুরায় ক্ষমতা দখলের দাবি করা তৃণমূলের কাছে পুর নির্বাচন নিঃসন্দেহে বড় পরীক্ষা৷ তার জন্য কোমর বেঁধে ঝাঁপিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ পুর নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের সংঘাত যে আরও তীব্র হতে চলেছে, তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর উপরে হামলার অভিযোগই তার প্রমাণ৷