TRENDING:

TMC denied permission to protest in Goa: গোয়াতেও তৃণমূলকে বাধা, রাস্তা থেকেই লড়াই চলবে, সফরের আগে হুঁশিয়ারি মমতার

Last Updated:

বিজেপি শাসিত গোয়ায় পিপলস চার্জশিট নামে বিশেষ ভিডিও প্রকাশ করে প্রচার অভিযানে নামার পরিকল্পনা করেছিল তৃণমূল (TMC denied permission to protest in Goa)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: ত্রিপুরার পর গোয়া৷ ফের তৃণমূলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপি সরকারের বিরুদ্ধে৷ প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েই প্রচার কর্মসূচি সারলেন তৃণমূল সাংসদ ও নেতারা (TMC denied permission to protest in Goa)৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিলেন, বিজেপি শাসিত রাজ্যে যতই বাধার মুখে পডড়তে হোক না কেন, প্রয়োজনে চায়ের দোকান থেকেও লড়াই চালিয়ে যাবে তৃণমূল (amata Banerjee on Goa)৷
প্রসঙ্গত, দেশে ১০০ কোটি মানুষের করোনা টিকাকরণ (Corona vaccination) সম্পূর্ণ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই পরিসংখ্যান দেখিয়ে দেশজুড়ে সাফল্যের উদযাপন করেছে। তবে গতকাল শিলিগুড়িতে সেই হিসেব নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয় ব্যাখ্যা দিয়ে বোঝান কেন এই দাবি মানা যায় না।
প্রসঙ্গত, দেশে ১০০ কোটি মানুষের করোনা টিকাকরণ (Corona vaccination) সম্পূর্ণ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই পরিসংখ্যান দেখিয়ে দেশজুড়ে সাফল্যের উদযাপন করেছে। তবে গতকাল শিলিগুড়িতে সেই হিসেব নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয় ব্যাখ্যা দিয়ে বোঝান কেন এই দাবি মানা যায় না।
advertisement

এ দিন থেকেই গোয়ায় আনুষ্ঠানিক ভাবে প্রচার শুরু করার কথা ছিল তৃণমূলের (TMC in Goa)৷ বিজেপি শাসিত গোয়ায় পিপলস চার্জশিট নামে বিশেষ ভিডিও প্রকাশ করে প্রচার অভিযানে নামার পরিকল্পনা করেছিল তৃণমূল৷ সেই মতো গোয়া পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, ডেরেক ও ব্রায়েন, সদ্য দলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়রা৷

তৃণমূলের অভিযোগ, চার দিন আগে কর্মসূচির অনুমতি দিলেও শেষ মুহূর্তে গোয়া প্রশাসনের তরফে সেই অনুমতি বাতিল করা হয়৷ তৃণমূলের তরফে ট্যুইট করে অভিযোগ করা হয়, 'মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সমর্থনে গোয়ার মানুষের ভালবাসা দেখে গোয়ার বিজেপি সরকার আতঙ্কে ভুগছে৷ তাই চার দিন আগে অনুমতি দিয়েও এখন তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে৷ '

advertisement

আরও পড়ুন: 'এত বছর সুযোগ পেয়ে কী করেছেন?' কংগ্রেসকে সরাসরি প্রশ্ন মমতার

গোয়া তৃণমূলের কর্মসূিচতে বাধা দেওয়া নিয়ে শিলিগুড়িতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, শুধু গোয়া নয়, ত্রিপুরা, অসম সহ বিজেপি শাসিত সব রাজ্যেই তৃণমূলকে একই ভাবে বাধা দেওয়া হচ্ছে৷ তৃণমূলনেত্রী অবশ্য জানান, বাধা পেলেও গোয়ার রাস্তার ফুটপাথে বসেই নিজেদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়েছেন দলের নেতা কর্মীরা৷

advertisement

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলায় বিধানসভা নির্বাচনের সময় বিজেপি নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করেছেন৷ আমরা কোনও আপত্তি করিনি৷ কিন্তু বিজেপি শাসতি ত্রিপুরা, অসম, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডে আমাদের যেতে দেবে না৷'

নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি অনুমতি দিক না দিক আমরা রাস্তা থেকেই লড়াই চালিয়ে যাবো, কারণ আমরা স্ট্রিট ফাইটার৷ প্রয়োজনে চায়ের দোকানে বসে লড়াই চালাবো৷ আপনি চা বিক্রির কথা বলে ক্ষমতায় এসেছিলেন৷ এবার আমরা চায়ের দোকানে বসে চা খেতে খেতেই লড়াই চালিয়ে যাবো৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটার আগে সস্তা হল বাজার! জলপাইগুড়িতে মাংস ও সবজির দামে স্বস্তি, ইলিশের দাম কত?
আরও দেখুন

গোয়ায় ইতিমধ্যেই কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়েছে তৃণমূল৷ আগামী ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর সফরের সময়ই আরও বেশ কয়েকজন নামজাদা ব্যক্তিত্ব গোয়ায় তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে দাবি করেছেন, গোয়ায় বিজেপি-কে হারিয়ে ক্ষমতা দখল করবে তৃণমূল৷

বাংলা খবর/ খবর/দেশ/
TMC denied permission to protest in Goa: গোয়াতেও তৃণমূলকে বাধা, রাস্তা থেকেই লড়াই চলবে, সফরের আগে হুঁশিয়ারি মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল