আরও পড়ুন: পুলিশ ওদের হোটেলে রাখতে চাইছে, ওরা হোটেলে যাবে না: মমতা
১৫১ ধারায় গ্রেফতার করা হল তৃণমূল প্রতিনিধি দলকে ৷ এনআরসিতে ৪০ লক্ষ মানুষের নাগরিকত্ব হারানোর আশঙ্কা নিয়ে জাতীয় স্তরে সবচেয়ে সরব তৃণমূল। সেই পরিকল্পনা থেকেই শিলচরে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত।
ভারতে সুপার এমারজেন্সি চলছে। অসমের শিলচরে তৃণমূলের প্রতিনিধি দলকে যে ভাবে বিমানবন্দরে বাধা দেওয়া হয়েছে, তার প্রতিক্রিয়াতেই এমন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন পুলিশ ওঁদের হোটেলে রাখবে বলেছে ৷ কেন পুলিশের কথায় চলবেন ওঁরা ৷ অসম পুলিশের তরফে খাওয়ার দেওয়া হলে তা প্রত্যাখান করেন প্রতিনিধি দল ৷
advertisement
আরও পড়ুন: অসমে গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল, তাই আটকানো হয়েছে, দাবি দিলীপের
অসমের নাগরিকপঞ্জিতেনাম ওঠেনি ৪০ লক্ষ মানুষের। এর বিরোধিতায় শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরপরই তিনি ঘোষণা করেন, অসমে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু, বৃহস্পতিবার তাঁরা পৌঁছনোর আগেই বিমানবন্দর চত্বরে জারি করে দেওয়া হয় ১৪৪ ধারা। এর পিছনে বিজেপি সরকারের চক্রান্ত দেখছে তৃণমূল।
আরও পড়ুন: দেশে সুপার এমারজেন্সি চলছে, শিলচর নিয়ে বললেন মমতা