মেঘালয় নির্বাচনে যেখানে ভোটে জিতে ক্ষমতায় আসার দাবি জানাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল, সেখানে নিজেদের প্রার্থীরই দলত্য়াগ তৃণমূলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা।
আরও পড়ুন: মহিলাদের মাসে ১০০০ টাকা! মেঘালয়ে আজ ইস্তাহার প্রকাশ তৃণমূলের
যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ মেঘালয়ের তৃণমূল নেতৃত্ব। বুধবার মেঘালয়ের আরও তিন আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। রাইলাংগ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন রবিয়াস সিংগকো, নোনগোফ কেন্দ্রে লোংগসিংগ বে ও মাওলাই আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন স্টেপবার্নে কুপার রিনডেম।
advertisement
দল ছাড়ার কারণও জানিয়েছেন সাম্বোরলাং। তিনি বলেন, 'আমি গত কয়েক দিনের নির্বাচনী প্রচারে লক্ষ্য করছিলাম যে আমরা অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হচ্ছি। কিন্তু আমরা তো গঠনমূলক রাজনীতি করতে চেয়েছিলাম। তেমনটা না হওয়ায় আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।' তবে এই প্রথম নয়, এর আগেও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বেশ কয়েকজন বিধায়ক দল ছেড়েছিলেন।
আরও পড়ুন: 'ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে করে দেখাব', মেঘালয়ে ইস্তেহার প্রকাশে বললেন অভিষেক
মেঘালয় তৃণমূলের পর্যবেক্ষক মানস ভুঁইয়া জানিয়েছেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিত নই।' ওই আসনে বিকল্প প্রার্থীর নাম ভেবে নিয়েছে তৃণমূল। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন প্রার্থীর নাম জানানো হতে পারে।
২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে ভোট। মনোনয়ন দাখিল শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। আপাতত ৫৪ আসনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মেঘালয়ের ভোটারদের মন জয়ে মাসে এক হাজার টাকা করে মহিলাদের ভাতা দেওয়া থেকে শুরু করে পড়ুয়াদের ল্য়াপটপ দেওয়ার মতো একাধিক প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।