আজ এক এক করে এনক্লোজার থেকে বাইরে বেড়িয়ে আসে তিন শাবক। পরিচয় হয় সাফারি পার্কে বেড়াতে আসা পর্যটকদের সঙ্গে। কে বলবে আজ ওদের প্রথম দিন! আপন মনে নিজেদের মধ্যে খেলায় মত্ত তিন ভাই! হাড় কাঁপানো ঠাণ্ডা কাবু করতে পারেনি ওদের। উলটে চরম দস্যিপনা! ছুটে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গ্যাস বেলুন উড়িয়ে পার্কের জন্মদিন পালন করা হয়। ছিলেন বন্যপ্রাণ শাখার অতিরিক্ত মুখ্য বনপাল বিপিন কুমার সুদ। তিনি জানান, মা-সহ তিন শাবকই সুস্থ। খাওয়া-দাওয়াও ভালই করছে। বেশ খোশ মেজাজে সাফারি পার্কের ত্রয়ী। নিউ নর্মালে ভিড়ও বাড়ছে। আর এই তিন শাবকের সামনে আসা অবশ্যই পার্কের বাড়তি আকর্ষণ। বাড়বে পর্যটকের সংখ্যাও।
advertisement
এ দিন বেড়াতে আসা পর্যটকেরাও বেশ খুশী। সংবাদমাধ্যমেই প্রথম জানতে পেরেছিলেন তিন শাবকের জন্মের কথা। অপেক্ষা ছিল কবে দেখতে পাবে ত্রয়ীকে! আর আজ পার্কে এসে চাক্ষুস দেখতে পেয়ে যারপরনাই খুশী কামনা ভদ্র, প্রতিমা দেবনাথেরা। ইংরেজী নতুন বছরে ভরা পর্যটন মরসুমে এর থেকে বড় উপহার পর্যটকদের কাছে কি আর হতে পারে!
Partha Sarkar