শনিবার গভীর রাতে কলেজের কাছের একটি কুঁয়ো থেকে উদ্ধার হয় তিন ছাত্রীর দেহ ৷ পুলিশ সূত্রে খবর, এক মাসেরও বেশি সময় ধরে কলেজের পরিকাঠামো নিয়ে প্রতিবাদ করে আসছিলেন তারা ৷ তাদের অভিযোগ ছিল, কলেজ কর্তৃপক্ষ রীতিমতো তোলাবাজি চালাচ্ছিল স্টুডেন্টদের উপর ৷ কিন্তু কর্তৃপক্ষ তাদের কোনও কথাতেই কর্ণপাত করেননি বলে বাকি ছাত্রীরা জানিয়েছেন ৷ ওই ছাত্রীদের পরিবারের দাবি, ওই ছাত্রীরা প্রতিবাদ করায় তাদের উপর বেশি নির্যাতন চালানো হত ৷ মৃত এক ছাত্রীর বাবা ক্ষোভ উগরে দিয়ে পুলিশের কাছে জানিয়েছেন, ‘এটা খুন, আত্মহত্যা নয় ৷ ময়নাতদন্ত চেন্নাইতে করা হোক তবেই আসল সত্য প্রকাশ পাবে ৷’ ঘটনার পর থেকেই ফেরার কলেজের মালিক ৷ গ্রেফতার করা হয়েছে কলেজ মালিকের ছেলেকে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2016 11:32 AM IST