TRENDING:

ঢুকে পড়েছে তিন কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক!‌ বিপুল পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা

Last Updated:

পঙ্গপালের ঝাঁকের দৈর্ঘ্য প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌ঝাঁসি:‌ দেশে ঢুকে পড়েছে তিন কিলোমিটার দীর্ঘ এক বিশাল পঙ্গপালের ঝাঁক। আর যার জন্য বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ক’‌দিন আগেই খবর এসেছিল, পঞ্জাবের পাকিস্তান সীমান্ত দিয়ে পঙ্গপাল দেশে ঢুকে পড়তে পারে। সেই আশঙ্কাকে সত্যি করেই মারাত্মক সংখ্যায় পঙ্গপালের আবির্ভাব ঘটেছে।
advertisement

ঝাঁসি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দমকলকে বিশেষ কীটনাশক নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে। যাতে কোনওভাবেই পঙ্গপাল ফসলের ক্ষতি না করতে পারে, তার ব্যবস্থা করছে প্রশাসন।

জেলাশাসক জানিয়েছেন, স্থানীয় মানুষ, কৃষকদের নিয়ে একটি জরুরি সভা করেছে প্রশাসন। সেই সভায় নির্দেশ দেওয়া হয়েছে পঙ্গপালের গতিপথ নিয়ে সরকারি কন্ট্রোল রুমে খবর পাঠাতে। গ্রামের যে অংশগুলিতে সবুজ অংশ অর্থাৎ গাছপালা বেশি, সেদিকেই পঙ্গপালের গতিপথ থাকবে। সেই গতিপথের খবরই দিতে বলা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কৃষি বিভাগের যুগ্ম অধিকর্তা জানিয়েছেন, পঙ্গপালের ঝাঁকের দৈর্ঘ্য প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার। দেশে কয়েকদিন আগেই এটি প্রবেশ করেছে। রাজস্থানের কোটা থেকে একটি বিশেষ দল পরিস্থিতি সামাল দিতে এখানে আসছে।

বাংলা খবর/ খবর/দেশ/
ঢুকে পড়েছে তিন কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক!‌ বিপুল পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল