TRENDING:

Wipro অফিসে রাসায়নিক হামলার হুমকি

Last Updated:

Wipro অফিসে রাসায়নিক হামলার হুমকি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: টাকা না দিলে গোটা অফিস ক্যাম্পাসে ছড়িয়ে দেওয়া হবে বিষ ৷ শনিবার এমনই হুমকি মেল পেল সফটওয়্যার জায়ান্ট উইপ্রো ৷
advertisement

সূত্রের খবর, সফটওয়্যার তৈরির ক্ষেত্রে পথিকৃত এই সংস্থার বেঙ্গালুরুর সরজাপুর অফিসে সরকারি মেল অ্যাড্রেসে একটি হুমকি চিঠি আসে ৷ মেল-এ লেখা ছিল, ২৫ মে-এর মধ্যে ৫০০ কোটি টাকা বিটকয়েন রূপে দেওয়া না হলে গোটা অফিস ক্যাম্পাসে বিষ ছড়িয়ে দেওয়া হবে ৷ বিষের প্রভাব থেকে ছাড় পাবেন না কেউই ৷

হুমকি মেলটির প্রেরক দাবি করেছেন, হামলার জন্য তিনি এক কেজি রাইসিন নামক বিষ তৈরি করছেন ৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি মেলটিকে কোনওভাবেই যেন হাল্কা করে না দেখা হয় ৷ তাহলে কিন্তু ওয়ার্নিং হিসেবে ২ গ্রাম রাইসিন সময়সীমা শেষের আগেই অফিস ক্যাম্পাসে পাঠিয়ে দেবেন বলেও হুমকি দিয়েছেন ওই অজ্ঞাত ব্যক্তি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

উইপ্রো সংস্থা ইতিমধ্যেই সাইবার ক্রাইম বিভাগে আইটি অ্যাক্ট 66F ধারায় অভিযোগ দায়ের করেছে ৷ এসিপি রবি এস জানিয়েছেন, দোষীকে ধরতে তদন্তে নেমেছে পুলিশ ৷ হুমকি চিঠিটি Ramesh2@protonmail.com মেল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে ৷ ৫০০ কোটি টাকা দু’ভাগে বিটকয়েন ফরম্যাটে পাঠানোর জন্য মেলে দুটি লিঙ্কও দিয়েছে হুমকিদাতা৷ সেই সব সূত্র ধরেই চলছে খোঁজ ৷ কিন্তু এ হেন ঘটনায় সংস্থার কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Wipro অফিসে রাসায়নিক হামলার হুমকি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল