বিজেপি-র বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তুলে শরদ পাওয়ার বলেন, 'মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ এ রকম একটি কঠিন সময়ে আমাদের একটাই চেষ্টা, মানুষকে এই দুর্দশা থেকে মুক্ত করা৷ আর বিজেপি এই রকম সময়ে রাজনীতি করছে৷'
এনসিপি প্রধান এর আগে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও তাঁর বাড়িতে গিয়ে মিটিং করেন৷ রটতে শুরু করেছে, মহারাষ্ট্রে সরকারের টলমল অবস্থা৷ রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে৷ শরদ পাওয়ার বলেন, 'আমরা প্রায় একদিন ছাড়া ছাড়াই কথা বলি৷ এটা নতুন কিছু নয়৷ কিন্তু বাল ঠাকরের মৃত্যুর পর থেকে ওঁদের বাড়ি যাওয়া হয়নি৷ তাই গিয়েছিলাম৷'
advertisement
শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের বৈঠকের পরেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, সরকার মজবুত রয়েছে৷ তবে দুই নেতার মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি তিনি৷
যাবতীয় জল্পনার সূত্রপাত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বীশের একটি পদক্ষেপের পরে৷ ফড়নবীশ রাজ্যপালের কাছে নালিশ করেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থ মহারাষ্ট্র সরকার৷