TRENDING:

জঙ্গিদের উদ্দেশ্য কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

Last Updated:

সোমবার জঙ্গিদের উদ্দেশ্য কড়া ভায়ায় হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ তিনি জানান যারা জঙ্গিদের পাল্টা আঘাত পেতেই হবে ৷ যারা দেশের ক্ষতি করতে চেয়েছে তাদেরও আঘাত পেতে হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোমবার জঙ্গিদের উদ্দেশ্য কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ৷ তিনি জানান, যারা জঙ্গিদের মদত দিয়েছে তাদের পাল্টা আঘাত পেতেই হবে ৷ ঢিল মারলে পাটকেল খেতে হবেই, ঠিক এই সুরেই পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর ৷
advertisement

সোমবার ৬৮তম সেনা দিবস উপলক্ষে রাজধানীতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ৷ সম্প্রতি পাঠানকোটে হওয়া জঙ্গি হামলা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে পারিকর বলেন, ‘ আমার সেনারা জঙ্গি হামলায় প্রাণ হারালে আমার কষ্ট হয় ৷ দেশের জন্য শহীদ হলে বা বলিদান দেওয়াকে সবসময় সম্মান করা উচিত ৷ যারা আমাদের আক্রমণ করেছে তাদের পাল্টা জবাব দেওয়া উচিত ৷ পাল্টা আঘাত না করলে এরা আমাদের আঘাত করতেই থাকবে ৷’  তিনি আরও বলেন, ‘ যদি কেউ কোনও দেশকে আক্রমণ করার চেষ্টা চালায় তাহলে সেই সংগঠনকেও পাল্টা আঘাত করা উচিত ৷ যতক্ষণ তাদের উচিত শিক্ষা দেওয়া না হবে, ততক্ষণ তারা আমাদের আঘাত করে আনন্দ পেতেই থাকবে৷’ পাঠানকোট হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে পারিকর বলেন, ‘পাকিস্তান এই ব্যপারে কোনও পদক্ষেপ নেবে কি না সে বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি মাসের ২ তারিখে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায় ৷ শহীদ হন ভারতীয় সেনার সাত জওয়ান ৷ খতম করা হয় ছয় জঙ্গিকে ৷ তদন্তে জানা গিয়েছে, পাঠানকোট হামলার পিছনে হাত ছিল পাক জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদের ৷ পাকিস্তানকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে ভারত ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গিদের উদ্দেশ্য কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রীর