অমরনাথ যাত্রা শুরু হবে ২১ জুলাই ৷ শেষ হবে ৩ অগাস্ট ৷ অর্থাৎ ১৪ দিনের যাত্রা ৷ করোনা আবহে এবছর আদৌ অমরনাথ যাত্রার অনুমতি মিলবে কী না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল ৷ কিন্তু শেষপর্যন্ত যাত্রার জন্য সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে ৷ ৩৮৮০ মিটার উচ্চতায় অমরনাথের গুহার উদ্দেশ্যে প্রতি বছরই অসংখ্য তীর্থ যাত্রী যাত্রা করেন ৷ কিন্তু এ বছর পরিস্থিতি অন্যরকম ৷ তাই সমস্ত রকম বিধিনিষেধ মেনেই যাত্রা করতে হবে পূণ্যার্থীদের ৷ ৫৫ বছরের উর্ধ্বে কোনও তীর্থ যাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবে না। যাঁরা যাবেন, তাঁদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
advertisement
তীর্থ যাত্রীদের অনলাইনে নাম নথিভুক্ত করাতে হবে। বালতাল রুট দিয়েই এ বছর যাত্রা হবে। পেহেলগাঁও দিয়ে অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হবে না। অমরনাথের আরতি লাইভ টেলিকাস্ট দেখানো হবে অনলাইনে ৷ ফলে যারা যেতে পারছেন না ৷ তাঁরাও আরতির ভিডিও লাইভ দেখতে পারবেন ৷
Photo Credit: Peer Mudasir Ahmad