TRENDING:

দেশ স্বাধীন হওয়ার বহু বছর আগেই স্বাধীনতা পেয়েছিল এই গ্রাম

Last Updated:

১৯৪৭ সালের ১৫ অগস্ট নয় ৷ দেশ স্বাধীন হওয়ার আগেই স্বাধীন হয়েছিল এই গ্রাম ! তবে, ইতিহাসের পাতায় এর কোনও উল্লেখ নেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ১৯৪৭ সালের ১৫ অগস্ট নয় ৷ দেশ স্বাধীন হওয়ার আগেই স্বাধীন হয়েছিল এই গ্রাম ! তবে, ইতিহাসের পাতায় এর কোনও উল্লেখ নেই ৷ যার জন্য দেশের ভিতরের এই গ্রামের স্বাধীনতার খবর আজও অজানা ৷ তবে, শুধু ইতিহাসের বই-ই নয় ৷ রাজ্যের সরকারও কর্ণাটকের শিবামগ্গা জেলার ইসুরু নামের এই ছোট গ্রামের প্রতি কোনও নজর দেয় না ৷ আর সেই কারণেই আজও আফসোস গ্রামের বাসিন্দাদের ৷
advertisement

জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই গ্রামের কোনও ব্যাখ্যা ইতিহাসের পাতায় নেই ঠিকই ৷ কিন্তু এই গ্রামের মধ্যেই রয়েছে একটি ছোট্ট স্মৃতিসৌধ ৷ গ্রামটির স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন বলিদান দিয়েছেন ৷ তারাই রয়েছেন এই স্মৃতিসৌধতে ৷ কালো রঙের গ্র্যানাইট পাথরের তৈরি এই স্মৃতিসৌধে রয়েছেন গোরাপ্পা, এসারাপ্পা, জিনাহাল্লি মাল্লাপ্পা, সূর্যানায়ানচার এবং বাদকাহাল্লি হালাপ্পা এবং গৌদ্রাশানকারাপ্পা ৷

advertisement

দিনটি ছিল ১৯৪৩ সালের ৮ মার্চ ৷ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গ্রামের স্বাধীনতা ফিরিয়ে এনেছিল ৷ একযোগে সকলে প্রতিবাদে গর্জে উঠেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ৷ আর তারপরই গ্রামের স্বাধীনতা ফিরে এসেছিল এই দিনে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু গ্রামের মানুষের এত লড়াই ৷ এত আত্মত্যাগ ৷ কোনও সম্মান পায়নি ৷ গ্রামের মধ্যেকার সেই স্মৃতিসৌধটিরই একটি বড় মূর্তি তৈরির দাবিতে তারা বারবার রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন ৷ কিন্তু এরপরেও কোনও সমাধান হয়নি ৷ আর এই কারণে ইয়েদুরাপ্পার প্রতিই তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন ৷ তাদের দাবি, ‘সরকারের লোকজন আসে দেখে যায় ৷ কিন্তু গ্রামের উন্নয়নের প্রতি কোনও নজরই নেই সরকারের ৷ এমনকী, এই গ্রামের যুবকদের কর্মসংস্থানের প্রতিও কোনও খেয়াল নেই সরকারের ৷ ’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দেশ স্বাধীন হওয়ার বহু বছর আগেই স্বাধীনতা পেয়েছিল এই গ্রাম