advertisement
ফের সরকার গড়ার বিশাল জনমত পেয়ে বিকেলে জনতার সামনে বক্তব্য রাখলেন কেজরিওয়াল৷ বললেন, 'আমি আপনাদের ভালোবাসি৷ মানুষকে ধন্যবাদের ভাষা নেই৷ ঘরের ছেলেকে জেতাল দিল্লি৷ এই জয় দিল্লির মানুষের জয়৷ দিল্লির নয়, দেশের জয়৷ বিজলি, পানি, সড়কের জয়৷'
এ দিন দিল্লি জয় নিশ্চিত হতেই সকালে দলীয় কার্যালয়ে পৌঁছে যান কেজরিওয়াল৷ বেলা গড়াতেই আপ সমর্থকরা মোটামুটি উল্লাস শুরু করে দিয়েছিলেন৷ আপ-এর অফিসে তখন লাড্ডু বিলি চলছে৷ কেজরিওয়ালকে অভিনন্দন জানাতে পৌঁছে গিয়েছেন দলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরও৷
কেজরিওয়াল বললেন, 'কাজের রাজনীতির জন্ম হল৷ এই রাজনীতিই ২১ শতকের রাজনীতি৷ আগামী ৫ বছর আরও কাজ হবে৷ সব কাজ আমি একা পারবো না৷ আপনারা কাজ করবেন তো?' কেজরিওয়ালের প্রশ্ন শেষ হতেই, জয়োধ্বনিতে ফেটে পড়ল জনতা৷ কেজরি বললেন, 'আসুন নতুন দিল্লি গড়ি৷'
নেপথ্যে তখন বাজছে, একটি গান৷ 'লগে রহো, লগে রাহো, লাগে রহো কেজরিওয়াল...৷'