শপথগ্রহণের পর বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল আসন বদলের পালা ৷ রাষ্ট্রপতির চেয়ারে অধিষ্ঠানের পর নয়া রাষ্ট্রপতির সম্মানে ২১ বার গান স্যালুট করা হয় ৷ নয়া দায়িত্বভার হাতে নেওয়ার পরই সংসদ ভবনে নিজের বক্তব্য রাখেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
সবশেষে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি ও বর্তমান রাষ্ট্রপতি একত্রে ঘোড়ার গাড়িতে রওনা দেবেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্য ৷ সমস্ত ভবন নয়া রাষ্ট্রপতি কোবিন্দকে ঘুরিয়ে দেখানোর পর বিদায় নেবেন প্রণব মুখোপাধ্যায় ৷ তাঁকে তাঁর নতুন ঠিকানা ১০ রাজাজি মার্গে পৌঁছে দেবেন রামনাথ কোবিন্দ ৷
advertisement
জানেন কী এর পর থেকে কী কী সুবিধা পাবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ এবার থেকে তাঁর নতুন ঠিকানা ১০ রাজাজি মার্গ ৷ ১১,৭৭৬ স্কোয়ার ফিটের এই বিলাসবহুল, সুসজ্জিত বাংলোতে থাকবেন তিনি ৷ দিতে হবে না কোনও ভাড়া ৷
এই বাড়িতে ২০১৫ সাল অথার্ৎ আমৃত্যু থেকেছেম দেশের ১২ তম রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।
বেতন ১,৫০,০০০ টাকা পেতেন প্রণব মুখোপাধ্যায় ৷ অবসরের পর পেনশন হিসেবে পাবেন ৭৫ হাজার টাকা। এছাড়া দুটি ল্যান্ড ও একটি মোবাইল ফোনের বিল মেটাবে সরকার ৷ থাকবে পাঁচ সরকারি কর্মী ৷
এছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে পাবেন একাধিক সুবিধা ৷ সরকারি গাড়া ও তার খরচের জন্য মিলবে ৬০ হাজার টাকা ৷ সঙ্গে ২৫০ লিটার পেট্রল দেবে সরকার ৷ এবং একজন সঙ্গী নিয়ে দেশের যে কোনও জায়গায় বিমান ও ট্রেনে নিখরচায় ভ্রমণ করতে পারবেন তিনি ৷