মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন এই প্রথম নয়৷ এর আগে দু বার রাষ্ট্রপতি শাসন দেখেছে মহারাষ্ট্র৷ ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল মহারাষ্ট্র৷ সে বার ৩৩ দিন ধরে রাষ্ট্রপতি শাসনে ছিল মহারাষ্ট্র৷ এনসিপি ও অন্যান্য শরিকদের নিয়ে জোট ছেড়ে বেরিয়ে গিয়েছিল কংগ্রেস৷ পৃথ্বীরাজ চৌহানের সরকার থেকে সমর্থন তুলে নিয়েছিল কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন চৌহান৷ রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়৷ সে বার কংগ্রেস ও এনসিপি-র মধ্যে বিবাদ শেষ পর্যন্ত মেটেনি৷ বহু বার আলোচনার পরেও দুই দল কোনও ঐক্যমতে পৌঁছতে পারেনি৷
advertisement
তার আগে ১৯৮০ সালে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল মহারাষ্ট্রে৷ সে বার শরদ পাওয়ার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়া সত্ত্বেও জনতা পার্টি সরকার পড়ে যায়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2019 6:42 PM IST