ভব্যা কৃষ্ণন একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। তিনিই এই মজার ভিডিও নিজের Instagram ও Twitter অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভব্যার মা ১০ দিনের ট্রিপে বেড়াতে গিয়েছেন। ফলে ঘর পরিষ্কারের দায়িত্ব এখন ভব্যা ও তাঁর বাবার কাঁধে। আর সেই গতে বাঁধা ক্লান্তিকর কাজটাই মজার ছলে নেচে-কুঁদে করেছেন বাবা ও মেয়ে।
ভিডিওতে দেখা যাচ্ছে যে বাবা, মেয়ে দু'জনেই সানগ্লাস পরেছেন। ঘর অল্প অল্প নিভু-নিভু নানা রঙের আলোয় আলোকিত। ফির হেরা ফেরি (Phir Hera Pheri) ছবির জনপ্রিয় গান হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) কণ্ঠে জোহরাজবিন (Zohrajabeen) বেছে নিয়েছেন দু'জনে। ছবিতে এই গানের দৃশ্যে ঠিক যে ভাবে অভিনয় করেছিলেন সুনীল শেট্টি (Suniel Shetty) ও অক্ষয় কুমার (Akshay Kumar), ঠিক সেটাই অনুকরণ করেছেন তাঁরা। ঘর মোছার ডাণ্ডাকে মাইকের মতো মুখের সামনে ধরে এই গানের সঙ্গে লিপ দিয়েছেন দু'জনেই। আগাগোড়া গম্ভীর মুখ করেই নাচ করেছেন বাবা আর মেয়ের এই মজাদার জুটি।
advertisement
Instagram-এ এই ভিডিও লাইক পেয়েছে ৪ হাজারের বেশি। লাইক পেয়েছে ৫০০ এবং ৫০ জনের বেশি নেটিজেন এখানে মন্তব্য করেছেন। সবাই বলেছেন এই উদ্যোগ এবং নাচ দু'টোই খুব কিউট এবং ক্রেজি। বেশিরভাগ নেটিজেন আবার মুগ্ধ হয়েছেন বাবার নাচে। ভদ্রলোককে তাঁরা সুপার কুল ড্যাড বলে আখ্যা দিয়েছেন। Twitter-এও একইভাবে প্রশংসিত হয়েছে এই ভিডিও।