TRENDING:

চলতি অধিবেশনে আপাতত বাদ, শীতকালীন অধিবেশনে ফের ফিরবে প্রশ্নোত্তর, স্পষ্ট করল লোকসভা সচিবালয়

Last Updated:

প্রশ্নোত্তর পর্ব বাতিল হওয়ার অর্থ সংসদে কোনও প্রশ্ন করতে পারবেন না বিরোধীরা ৷ এর জেরেই এই বিধি পরিবর্তন নিয়ে সমালোচনায় মুখর হন বিরোধীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কোভিড পরিস্থিতিতে সংসদে অধিবেশন ৷ করোনা কাঁটায় বদল সংসদের নিয়মে ৷ সংসদের বাদ অধিবেশন নিয়ে সরকারের কিছু সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক ৷ এবার প্রশ্নোত্তর পর্ব ছাড়াই বাদল অধিবেশন ৷ একইসঙ্গে কমছে জিরো আওয়ারের সময়ও ৷ এই নিয়েও শুরু বিতর্ক ৷ তারই জেরে এদিন ফের বিবৃতি প্রকাশ করে লোকসভা সচিবালয় জানিয়েছে করোনা পরিস্থিতির সাবধানতার জেরেই এই সাময়িক পরিবর্তন ৷ চলতি অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না থাকলেও শীতকালীন অধিবেশনে ফের থাকবে প্রশ্নোত্তর পর্ব ৷
advertisement

প্রশ্নোত্তর পর্ব বাতিল হওয়ার অর্থ সংসদে কোনও প্রশ্ন করতে পারবেন না বিরোধীরা ৷ এর জেরেই এই বিধি পরিবর্তন নিয়ে সমালোচনায় মুখর হন বিরোধীরা ৷ কোয়েশ্চেন আওয়ার বাতিলের ব্যাখায় লোকসভা সচিবালয় জানিয়েছে, করোনা পরিস্থিতিতে এক বা দু’দিনের জন্য প্রশ্নোত্তর পর্ব করানো সম্ভব হলেও একটানা ১৮ দিন ধরে তা করা এই পরিস্থিতিতে অসম্ভব ৷ তবে সচিবালয়ের তরফে জানানো হয়েছে, এর পরিবর্তে সরকার আসন্ন অধিবেশনে প্রতিদিন ১৬০টি প্রশ্নের লিখিত জবাব দেবে অর্থাৎ প্রতি সপ্তাহে কেন্দ্রকে ১,১২০ প্রশ্নের উত্তর দিতে হবে কেন্দ্রকে ৷

advertisement

তবে সরকারের এই ব্যাখা মানতে নারাজ বিরোধীরা ৷ তাদের দাবি, করোনা পরিস্থিতির আড়ালে কৌশলে বিরোধীদের অধিকার খর্ব করতে চাইছে সরকার ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধীতায় সরব কংগ্রেসের অধীর চৌধুরি থেকে তৃণমূলের ডেরেক ও ব্রায়েন ৷

শুধু কোয়েশ্চেন আওয়ারই নয়, সংসদ চলাকালীন দূরত্ব বিধি মানতে বিপুল সংখ্যায় আধিকারিকদের উপস্থিত থাকার অনুমতি এবার দেওয়া হচ্ছে না ৷ এবছর প্রশ্নোত্তর পর্ব বা কোয়েশ্চেন আওয়ার বাদ পড়লেও, যথারীতি থাকছে জিরো আওয়ার ৷ তবে জিরো আওয়ারের সময় কমিয়ে ৩০ মিনিট করা হয়েছে ৷

advertisement

এছাড়াও, সাংসদদের অবশ্যই মেনে চলতে হবে কোভিড বিধি ৷ অধিবেশনে যোগদানের বাহাত্তর ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক ৷ সূত্রের খবর, এবছর বাদল অধিবেশনে কোনও বিরতি ছাড়াই সংসদের দুই কক্ষ চলবে ৷ এমনকি, শনি ও রবিবারও ছুটি থাকবে না অধিবেশনে ৷

১৯৫০ সালের পর এই প্রথমবার সংসদের অধিবেশনে কোনও কোশ্চেন আওয়ার থাকছে না। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন ৷ প্রথম দিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে লোকসভা ৷ রাজ্যসভা চলবে দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত ৷ ১৪ সেপ্টেম্বরের পরে রাজ্যসভার অধিবেশন শুরু হবে সকাল ৯টা থেকে, শেষ হবে দুপুর ১টায় ৷ লোকসভা শুরু হবে দুপুর ৩টেয় শেষ হবে সন্ধে ৭টায় ৷ অর্থাৎ সংসদের উভয় কক্ষেই প্রতিদিন চারঘণ্টা অধিবেশন হবে ৷ এবছর বাদল অধিবেশন শেষ হবে পয়লা অক্টোবর ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চলতি অধিবেশনে আপাতত বাদ, শীতকালীন অধিবেশনে ফের ফিরবে প্রশ্নোত্তর, স্পষ্ট করল লোকসভা সচিবালয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল