TRENDING:

Mysterious Disease in Chattisgarh: কাশি দিয়ে শুরু, রহস্যময় রোগে ১৩ জনের মৃত্যু! আতঙ্ক ছত্তীসগড়ে, কারণ ঘিরে ধোঁয়াশা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুকমা: প্রথমে কাশি, তার পর বুকে ব্যথা এবং কয়েকদিনের মধ্যে মৃত্যু৷ জম্মু কাশ্মীর, রাজস্থানের পর এবার ছত্তীসগড়৷ রহস্যজনক রোগে পর পর মৃত্যুতে বাড়ছে উদ্বেগ৷ ছত্তীসগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলার একটি প্রত্যন্ত গ্রামে গত একমাসে এই রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে৷ মৃত্যুর কারণ নিয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও ধন্দে পড়েছেন৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

২০২৩ সালের ডিসেম্বর মাসে জম্মু কাশ্মীরের বাতহাল গ্রামে একমাসের মধ্যে ১৭ জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছিল৷ পরিস্থিতি এতটাই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছিল যে ওই এলাকায় প্রবল বিধিনিষেধ চালু করেছিল প্রশাসন৷ বহিরাগতদের এলাকায় প্রবেশ বন্ধ করতে হয়েছিল৷ আক্রান্ত পরিবারগুলিকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়৷ হস্তক্ষেপ করে সেনাও৷ কীভাবে এই রহস্যময় রোগ ছড়িয়েছিল, তা ধরতেই কালঘাম ছুটে গিয়েছিল স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের৷

advertisement

আরও পড়ুন: চেষ্টা জলে, ভারতে আসতেই হচ্ছে তাহাউর রানাকে! কে এই রানা? ভারতের কী ক্ষতি করেছে সে? শুনে কিন্তু আঁতকে উঠবেন

অনেকটা একই পরিস্থিতি তৈরি হয়েছে ছত্তীসগড়ের ধানিকর্তা গ্রামে৷ জেলা সদর সুকমা থেকে ৩০ কিলোমিটার এবং রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত ধানিকর্তা গ্রামে যে আতঙ্ক ছড়িয়েছে, তাতেও প্রশাসনিক কর্তাদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে৷ ওড়িশা সীমান্ত সংলগ্ন এই গ্রামে প্রায় ঘরে ঘরে মানুষ এই রহস্যজনক রোগে আক্রান্ত৷

advertisement

সুকমার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কপিল দেব জানিয়েছেন, সাধারণত ঋতু পরিবর্তনের সময় মহুয়া সংগ্রহ করতে গিয়ে এই রোগ ছড়িয়ে থাকতে পারে৷ ওই স্বাস্থ্য কর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত এই রহস্যময় রোগে পাঁচ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে৷ বছরের এই সময় মহুয়া সংগ্রহে সারাদিন জঙ্গলে থাকেন এই গ্রামের অনেক বাসিন্দা৷ তার ফলে আবহাওয়া পরিবর্তনের প্রভাবে শরীর জলশূন্য হয়ে গিয়েই তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন বলে স্বাস্থ্য দফতরের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে৷

advertisement

পরিস্থিতি সামাল দিতে গ্রামে মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে৷ গ্রামবাসীদের দেওয়া হচ্ছে ওআরএস৷ বাড়ি বাড়ি গিয়ে নতুন করে কেউ আক্রান্ত হচ্ছেন কি না, তার খোঁজ নিচ্ছেন সরকারি চিকিৎসকরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রিয়জনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ছত্তীসগড়ের ধানিকর্তা গ্রামের বাসিন্দারা৷ এই রোগের উপসর্গ দেখা দেওয়ায় মৃত্যুর আশঙ্কা করছেন এক ব্যক্তি, এমন ভিডিও-ও ছড়িয়ে পড়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mysterious Disease in Chattisgarh: কাশি দিয়ে শুরু, রহস্যময় রোগে ১৩ জনের মৃত্যু! আতঙ্ক ছত্তীসগড়ে, কারণ ঘিরে ধোঁয়াশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল