TRENDING:

Weird Incident: অবাক কাণ্ড! চুরি করতে এসে টাকাকড়ি না পেয়ে গৃহকর্ত্রীকে চুমু দিয়ে পালাল চোর!

Last Updated:

চুরি করতে এসে দামি কোনও জিনিস না পেয়ে বাড়ির কর্ত্রীকে সটান চুম্বন করে পালাল চোর! অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:
চুমু খেয়ে পালাল চোর! প্রতীকী ছবি
চুমু খেয়ে পালাল চোর! প্রতীকী ছবি
advertisement

চুরি করতে এসে দামি কোনও জিনিস না পেয়ে বাড়ির কর্ত্রীকে সটান চুম্বন করে পালাল চোর! অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে।

পুলিশ সূত্রে খবর, গত ৩ জানুয়ারি রাতের অন্ধকারে মালাডে একটি বাড়িতে চোর ঢোকে। বাড়িতে তখন একাই ছিলেন মহিলা। ঘরে ঢুকেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় চোর। মহিলা তখন ঘুমোচ্ছিলেন। ঘরের ভিতরে খুটখাট শব্দে ঘুম ভাঙতেই দেখেন সামনে একটি আবছায়া মূর্তি দাঁড়িয়ে। ভয়ে চিৎকার করার চেষ্টা করতেই কাপড় দিয়ে তাঁর মুখ শক্ত করে বেঁধে দেয় চোর।

advertisement

আরও পড়ুন: ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝার হুঁশিয়ারি…! ২০ রাজ্য কাঁপাবে বৃষ্টি! কী হবে বাংলায়?

পুলিশ জানিয়েছে, মহিলার মুখ বেঁধে দেওয়ার পর তাঁর কাছে গয়না, টাকা, মোবাইল ফোন এবং এটিএম কার্ড দাবি করে চোর। কিন্তু মহিলা জানিয়ে দেন, কোনও কিছুই তাঁর কাছে নেই। চুরি করতে এসে মূল্যবান কোনও কিছু না পেয়ে হতাশ হয় সে। তার পর আচমকাই মহিলাকে চুম্বন করে দরজা খুলে চম্পট দেয়। চোরের এই কীর্তিতে হতভম্ব হয়ে যান মহিলা।

advertisement

আরও পড়ুন: অমোঘ প্রেমের টান, ভিখারির সঙ্গে পালাল স্ত্রী! রেখে গেল স্বামী ও ছয় সন্তানকে…

পরদিন তিনি পুলিশের দ্বারস্থ হন। গোটা ঘটনা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত আর কেউ নন, মহিলারই এক প্রতিবেশী যুবক। তাঁর কোনও অপরাধের রেকর্ড নেই। পরিবারের সঙ্গে থাকেন। কর্মহীন। যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চুরি করতেই গিয়েছিলেন, না কি অন্য কোনও উদ্দেশ্য ছিল তাঁর, তা খতিয়ে দেখছে পুলিশ। যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Weird Incident: অবাক কাণ্ড! চুরি করতে এসে টাকাকড়ি না পেয়ে গৃহকর্ত্রীকে চুমু দিয়ে পালাল চোর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল