TRENDING:

ভ্যালেন্টাইন্স ডে-র দিন বিয়ে হয়েছিল, ১১ দিনের মাথায় স্ত্রীকে ছেড়ে চলে গেলেন দিল্লির আসফাক

Last Updated:

দিল্লির মুস্তাফাবাদের বাসিন্দা আসফাক হুসেন৷ ভ্যালেন্টাইন্স ডে-র দিন বিয়ে হয়েছিল প্রেমিকা তসমিনের সঙ্গে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: দিল্লির মুস্তাফাবাদের বাসিন্দা আসফাক হুসেন৷ ভ্যালেন্টাইন্স ডে-র দিন বিয়ে হয়েছিল প্রেমিকা তসমিনের সঙ্গে৷ স্বপ্নের মতো কেটে গিয়েছিল দু’সপ্তাহ৷ কিন্তু কে জানত, সুখের সংসারে আজকের মতো শ্মশানের শান্তি এসে হাজির হবে?
advertisement

ইলেকট্রিকের মিস্ত্রী হিসাবে কাজ করতেন আসফাক৷ রোজকার মতো বিয়ের ১১ দিনের মাথায় কাজ সেরে ফিরছিলেন বাড়ি৷ তখনই প্রচণ্ড গোলমালের মুখে পড়তে হয় তাঁকে৷ দিশেহারা হয়ে যান তিনি৷ পালাতে পারেননি৷ হঠাৎই উন্মত্ত জনতার মধ্যে একা পড়ে যান৷ প্রথমে তাঁকে ছুরি দিয়ে আঘাত করে জনতা৷ তারপর পাঁচবার গুলি করা হয় তাঁকে৷ এর মধ্যে তিনটি বুলেট তাঁর বুকে লাগে৷ দুটি লাগে অন্যদিকে৷

advertisement

পরিবার অভিযোগ করেছে, আহত হওয়ার পর দিল্লি পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি৷ দীর্ঘক্ষণ পড়ে থাকার পর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় মুস্তাফাবাদের আল হিন্দ হাসপাতালে৷ পরের দিন সকালে আসফাকের মৃতদেহ নিয়ে যাওয়া হয় জিটিবি হাসপাতালে৷ পরিবারের সদস্য আরও জানিয়েছেন, ‘এদিন বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরতে চেয়েছিল আসফাক৷ কিন্তু হিংসার মাঝে পড়ে আর ফিরতে পারেনি৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শুধু আসফাক নন, এমন অনেকেই আছেন যাঁদের প্রিয়জনেরা আকস্মিক দুর্ঘটনায় হারিয়ে গিয়েছেন৷ সন্তান, স্বামী, ছেলে একের পর এক পরিবারের সদস্যরা মারা গিয়েছেন, কেউ নিখোঁজ৷ কারওর পরিবারে সদস্যরা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন দু’দিন, কিন্তু এখনও প্রিয়জনের মৃতদেহ পাননি৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভ্যালেন্টাইন্স ডে-র দিন বিয়ে হয়েছিল, ১১ দিনের মাথায় স্ত্রীকে ছেড়ে চলে গেলেন দিল্লির আসফাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল