জাভড়েকরের কথায়, 'কেজরিওয়াল এখন দুঃখের মুখ করে জিগ্গেস করছেন, আমি কি একজন সন্ত্রাসবাদী? হ্যাঁ, আপনি সন্ত্রাসবাদী৷ তার একাধিক প্রমাণও রয়েছে৷ আপনি নিজেই নিজেকে বলেছেন, আপনি একজন অ্যানার্কিস্ট (নৈরাজ্যবাদী)৷ নৈরাজ্যবাদীর সঙ্গে সন্ত্রাসবাদীর খুব একটা পার্থক্য নেই৷'
কয়েক দিন আগেই কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলার অভিযোগে বিজেপি সাংসদ প্রবেশ ভার্মাকে শো-কজ করেছে নির্বাচন কমিশন৷ প্রবেশ ভার্মার ওই মন্তব্যের পরে কেজরিওয়াল বলেন, 'নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করছি৷ নিখরচায় ওষুধের ব্যবস্থা করেছি। গরিবদের জন্য এত কিছু করেছি। কোনও দিন নিজের কথা বা নিজের পরিবারের কথা ভাবিনি। আমি দেশের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। দিল্লির মানুষের উন্নতিতে নিজের সব কিছু দান করেছি। রাজনীতিতে আসার পর থেকে এত বাধা অতিক্রম করে আমি মানুষের ভালো করার চেষ্টা করে গিয়েছি। তার পরিবর্তে বিজেপি আমাকে সন্ত্রাসবাদী বলে দিল!'
কেজরিওয়ালের ২০১৪ সালের একটি মন্তব্য টানেন৷ ওই সময় কেজরিওয়াল ড্রাগ ও সেক্স র্যাকেটের বিরুদ্ধে দিল্লি পুলিশের অসহযোগিতার অভিযোগ, একটি গণধর্ষণ কাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তা-সহ একাধিক অভিযোগের পদক্ষেপ দাবি করেছিলেন৷ সে বার দিল্লিতে ১০ দিনের বিক্ষোভে দিল্লিবাসীকে অংশ নিতে আহ্বান জানান৷ রেল ভবনের সামনে ধর্নায় বসেন তিনি৷ বলেন, 'হ্যাঁ, আমি একজন নৈরাজ্যবাদী৷'
একই সঙ্গে পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় খালিস্তানি কম্যান্ডর গুরিন্দর সিংয়ের বাড়িতে রাত কাটানোকেও তুলে আনেন জাভড়েকর৷ বলেন, 'আপনি জানতেন, ওটা একজন সন্ত্রাসবাদীর বাড়ি৷ তবুও আপনি থেকেছিলেন৷ আর কত প্রমাণ দরকার?'