উত্তর কলকাতার তিনশ’ বাই কুড়ি ফুটের গলি। রাস্তা জুড়ে প্যান্ডেল। পাশে এক চিলতে পায়ে হাঁটা পথ। অথবা আশেপাশের বাড়ি বহুতলও যেন মন্ডপের অংশ। নলিন সরকার স্ট্রিট। স্বল্প পরিসরে ভাবনার উৎকর্ষ। অনেক কিছুকেই ছাপিয়ে যাওয়া যায়। গত কয়েক বছরে প্রমাণ করেছে তারা।
এবারের এক্সপেরিমেন্ট। মা। মা কার? এই প্রশ্নটাকেই ছুঁড়ে দেওয়া সমাজের কাছে। মানসিক আর শারিরীক ভাবে চ্যালেঞ্জড বাচ্চাগুলোরও মা তো। তাহলে ওই জানালা কেন? কেন এই পিছিয়ে থাকার যন্ত্রণা। বিশেষ সমাজকে বিশেষ বার্তা দিতে এবার পঁচাশি বছরের পুজোয় নলিন সরকার স্ট্রিটের থিম মা তুমি কার ? তাদের পুজোর মূল ভাবনা, সমাজের মানসিক ও শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুরা।
advertisement
উত্তরটাও মিলবে। আসলে মায়ের চোখে সকলেই সমান। ঘরের মা কেই দুর্গা-মা বানানো। থিমের সঙ্গে মানানসই করেই তৈরি হচ্ছে প্রতিমাও।
সঙ্গে রয়েছে সামাজিক দায়বদ্ধতাও। খুঁটি পুজোতে অলকেন্দু বোধ নিকেতনের তেতাল্লিশজন শিশুকে আর্থিক সাহায্য করেছে নলিন সরকার স্ট্রিট পুজো কমিটি। পুজোর কটা দিনও তাদের পুজো মণ্ডপে নিয়ে আসার চেষ্টা করছেন উদ্যোক্তারা। সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা। পুজো ভাবনায় তারই স্পষ্ট ছাপ। মণ্ডপ সাজাচ্ছেন শিল্পী রিন্টু দাশ।