‘দ্য ভায়াল’-এর মাধ্যমেই জানা যাবে, ভারতে কোভিড ভ্যাকসিনের ভায়াল তৈরি সম্পর্কে যাবতীয় তথ্য ৷ এই বিষয় ভারতের সাফল্য গোটা বিশ্বকেই চমকে দিয়েছে ৷ ওই কঠিন সময়ে ভ্যাকসিন তৈরি করা এবং তার ডেলিভারি মোটেই সহজ কাজ ছিল না ৷
৬০ মিনিটের এই তথ্যচিত্রের ন্যারেশনে অভিনেতা মনোজ বাজপেয়ী ৷ এটাই প্রথম কোনও তথ্যচিত্র, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের কোভিড অতিমারিকে জয় সম্পর্কে নিজের বক্তব্য রেখেছেন ৷ ‘দ্য ভায়াল’-এর সম্প্রতি ট্রেলার লঞ্চ হয়েছে ৷ যেখানে দেখা যাবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুণাওয়ালা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, নারায়ণার ডাক্তার দেবী শেঠি এবং ভারত বায়োটেকের ডাঃ কৃষ্ণা এলা প্রমুখকে ৷
advertisement
নেটওয়ার্ক১৮-কে সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, ‘‘ভারতের কোভিড ভ্যাকসিনের এই কাহিনি দুর্দান্ত ৷ আমাদের প্রত্যেকেরই এর জন্য গর্ববোধ করা উচিত ৷ এই তথ্যচিত্র স্বাস্থ্যক্ষেত্রে জড়িত সব মানুষদের এবং ফ্রন্টলাইন কর্মীদের উৎসর্গ করা হয়েছে ৷’’