TRENDING:

মোদি-শাহের কেরামতিতেই কর্ণাটকে প্রত্যাবর্তন ইয়েদুরাপ্পার

Last Updated:

কংগ্রেসকে টেক্কা দিয়ে কর্নাটকে জয়ের আসনে বিজেপি ৷ এই নির্বাচনের ফল আরও একবার ১০ বছর আগের স্মৃতি উস্কে দিল ৷ মনে করিয়ে দিল ২০০৮ সালের বিধানসভা নির্বাচন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: কংগ্রেসকে টেক্কা দিয়ে কর্ণাটকে জয়ের আসনে বিজেপি ৷ এই নির্বাচনের ফল আরও একবার ১০ বছর আগের স্মৃতি উস্কে দিল ৷ মনে করিয়ে দিল ২০০৮ সালের বিধানসভা নির্বাচন ৷ তবে, সেই লড়াইটা ছিল বিজেপি বনাম কংগ্রেসের লড়াই ৷ কিন্তু ২০১৮ সালের লড়াইটা ছিল সিদ্দারমাইয়া বনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের লড়াই ৷
advertisement

২০০৮-এ বিজেপির সামনে বিপুল ভোটে পর্যদস্তু হয়েছিল কংগ্রেসসহ বিরোধী দলগুলি ৷ মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন বি এস ইয়েদুরাপ্পা ৷ আরও একবার সেই আসনেই বসতে চলেছেন তিনি ৷ এই নিয়ে দ্বিতীয়বার কর্ণাটকে শাসক দলের আসনে বসল বিজেপি ৷ তবে, এই জয় ইয়েদুরাপ্পার জয় নয় ৷ মোদি এবং শাহের লড়াইয়ের জয় ৷ কর্ণাটকে নিজেদের ক্ষমতা কায়েম করতে কোনও চেষ্টার ত্রুটি রাখেনি মোদি-শাহ জুটি ৷ ভোটের প্রচার থেকে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি ৷ সমস্ত বিষয়েই মোদি-শাহ জুটি যে ম্যাজিকের মত কাজ করেছে কর্ণাটকে, তার প্রমাণ মিলল ভোটবাক্সে ৷ ইয়েদুরাপ্পার থেকেও সাধারণ মানুষ বিজেপির শীর্ষ নেতাদের উপরই ভরসা রেখে যে ভোটবাক্সের বদল ঘটিয়েছে , সেই বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল ৷

advertisement

তবে, ভোটবাক্সের যে এত রদবদল ঘটতে পারে সেটি আন্দাজ করতে বেশ কিছুটা সময় লেগেছে বিজেপিরও ৷ কারণ ইয়েদুরাপ্পা ভোট প্রচারে নেমে সেভাবে সাধারণ মানুষের মনে দাগ কাটতে পারেননি ৷ তবে, কর্ণাটকে রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী আসতেই এক ঝটকায় বদলে গিয়েছিল সমস্ত রাজনীতির হিসেব নিকেশ ৷ ইয়েদুরাপ্পাও কর্ণাটকে বিজেপির জেতা নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ৷ প্রতিটি ভোট প্রচারেই মুখ্যমন্ত্রী হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস যুগিয়েছেন ইয়েদুরাপ্পা ৷ আর তার ফল মিলল হাতেনাতে ৷

advertisement

ইয়েদুরাপ্পা শুধুমাত্র রাজ্যে বিজেপির মুখ হয়েই ভোটে দাঁড়িয়েছিলেন ৷ তবে, কর্ণাটকে বিজেপির জেতার রাজনীতির চাল আদতে কি হবে ? তা নির্ধারিত হত দিল্লি থেকেই ৷ এমনকী, ভোটের প্রচারেও উঠে আসত নানা জাতীয় ইস্যু ৷ তবে, তাতে স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথাও বিশেষভাবে উল্লেখ করা হত ৷ যার জেরেই সাধারণ মানুষের মনে অতি সহজে জায়গা করে নিতে এই সমস্ত কৌশল মন্ত্রমুগ্ধের মত কাজ করেছে কর্ণাটকবাসীর কাছে ৷ তার প্রমাণ মিলল কর্ণাটকের ভোটের ব্যালট বক্সেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাজনৈতিক মহলের মত, সিদ্দারমাইয়ার একের পর এক ভুল পদক্ষেপই বিজেপির জয়ের রাস্তা প্রশস্থ করেছে ৷ কর্ণাটকে নিজের ক্ষমতা ধরে রাখতে নির্বাচনের কিছুদিন আগেই লিঙ্গায়েত গোষ্ঠীকে পৃথক ধর্ম হিসেবে ঘোষণা করেছিলেন ৷ কিন্তু সিদ্দারমাইয়ার এই পদক্ষেপটাই ভুল নিয়ে নিয়েছিলেন সিদ্দারমাইয়া ৷ যার প্রভাব পড়েছে ভোটবাক্সেই ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি-শাহের কেরামতিতেই কর্ণাটকে প্রত্যাবর্তন ইয়েদুরাপ্পার