সোমবার নয়াদিল্লিতে পেট্রোলের দাম ছিল ৯৬.৭২ টাকা, মুম্বইতে যা ছিল ১০৬.৩১ টাকা। পেট্রোলের জন্য কলকাতাবাসীর খরচ হচ্ছিল ১০৬.০৩ টাকা। চেন্নাইয়ে দাম ছিল ১০২.৬৩ টাকা।
আরও পড়ুন: দীপাবলিতে গ্রাহকদের জন্য বড় উপহার! সস্তা হল পেট্রোল-ডিজেল, দেখে নিন আপনার শহরে কত হল
আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় এবং বেশ কিছু সময় ধরে তার হেরফের না হওয়ায় জাতীয় স্তরে দাম কমা প্রত্যাশিত ছিল।
advertisement
আরও পড়ুন: কিছু শহরে বাড়ল তো কিছু শহরে কমল! দেখে নিন আপনার শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম
দীর্ঘদিন ধরে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারের নিচে রয়েছে। সোমবার সন্ধ্যায় বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেল প্রতি ৯২ ডলারের কাছাকাছি ছিল। চলতি বছরের শুরুতে, মার্চ মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছুঁয়েছিল ব্যারেল পিছু ১৩৯ ডলার। ২০০৮ সালের পর এই দামই ছিল সর্বোচ্চ। রাশিয়া-উইক্রেন যুদ্ধের কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছিল বলে ধারণা করা হয়েছিল।
আন্তর্জাতিক ক্ষেত্রে ছয় মাসেরও বেশি সময় ধরে স্থিতিশীল থাকার পরে জ্বালানির দাম কমেছে। শেষ বার দাম কমেছিল গত ৭ এপ্রিল।