৩২ বছর বয়সী ওই নার্স কোভিড-১৯ পেশেন্টদের চিকিৎসায় নিযুক্ত ছিলেন। দুই জন বয়স্ক করোনা রোগীর সেবায় নিযুক্ত ছিলেন ওই নার্স। আর সেখান থেকেই তাঁর শরীরে হানা দেয় করোনা। তবে বুঝতে পেরেই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
টেস্ট হতেই পজিটিভ ধরা পড়ে। এরপর ওই নার্সকে বাড়ি যেতে দেওয়া হয় না। হাসপাতালেই শুরু হয় চিকিৎসা। ২১ দিনের চিকিৎসা ও কোয়ারেন্টাইনের পর ওই নার্স সেরে ওঠে। এই কঠিন সময়ে তাঁর স্বামী তাঁকে মানসিক ভাবে সাহস দিতে থাকেন।
advertisement
করোনা যুদ্ধে জয় লাভ করার পর নার্স আজ ফের তাঁর কাজে যোগ দিলেন। তিনি জানিয়েছেন, " যেদিন জানতে পেরেছিলাম করোনা পজিটিভ সেই দিনটা আমি কখনও ভুলবো না। তবে ভয় পাইনি। মানসিকভাবে লড়াই করার জন্য আমি তৈরি ছিলাম। আজ সুস্থ হয়ে কাজে যেতে পারার আনন্দটাই অন্য রকম।" বিশ্ব নার্স ডে-তে সকলের মুখে হাসি ফোটালেন কেরলের নার্স।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2020 8:38 PM IST
