মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে এলাহাবাদের নাম প্রয়াগরাজ করার দাবি তুলেছেন বেশ কিছু সাধু-সন্নাসী ৷ বিজেপি নেতা তথা ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং এলাহাবাদের নাম প্রয়াগরাজ করার সুপারিশ করা হয়েছে ৷ এ বিষয়ে সিদ্ধার্থনাথ জানিয়েছেন রাজ্যপালকে চিঠি লিখেছেন যত তাড়াতাড়ি সম্ভব এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করার পদক্ষেপ করা হচ্ছে ৷ তিনি আরও জানিয়েছেন এই দাবি নিয়ে অখিল ভারত আখরা পরিষদের সাদউরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছেন ৷ তিনি আশাপ্রকাশ করেছেন যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করার যায় সেই ব্যাপারেই কাজ চলছে ৷
advertisement
আখরা পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে আগে এলাহাবাদের নাম প্রয়াগরাজই ছিল ৷ মুঘলরাই নাম পরিবর্তন করে এলাহাবাদ করেছিল ৷ সঙ্গে সঙ্গে মুঘলরা পরিবর্তিত করেছিল বেশ কিছু এলাকারও ৷ তাই মুঘলদের নাম বহন না করে পুরনো নামেই ফিরে আসতে চাইছে সবাই ৷
আরও পড়ুন : এই কারণেই আগামী তিন মাস অমিত শাহের ঠিকানা হতে চলেছে ভোপাল