TRENDING:

'এলাহাবাদ' বদলে 'প্রয়াগরাজ' ! নাম পরিবর্তনে প্রস্তুতি চলছে তুঙ্গে

Last Updated:

২০১৯ এ কুম্ভমেলা আর এলাহাবাদে হবে না ! এমটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#এলাহাবাদ: ২০১৯ এ কুম্ভমেলা আর এলাহাবাদে হবে না ! এমটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ৷ উত্তরপ্রদেশে এই ক্ষমতার বদল হয়েছে তাও কেটেছে অনেকটাই সময় ৷ সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছুই কিছুদিন আগেই ঐতিহ্যবাহী মোগলসরাই স্টেশনের নাম পরিবর্তিত হয়ে দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়েছে ৷ এলাহাবাদেরও নাম পরিবর্তন করে প্রয়াগরাজ হওয়ার যাবতীয় কাজ চলছে ৷
advertisement

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে এলাহাবাদের নাম প্রয়াগরাজ করার দাবি তুলেছেন বেশ কিছু সাধু-সন্নাসী ৷ বিজেপি নেতা তথা ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং এলাহাবাদের নাম প্রয়াগরাজ করার সুপারিশ করা হয়েছে ৷ এ বিষয়ে সিদ্ধার্থনাথ জানিয়েছেন রাজ্যপালকে চিঠি লিখেছেন যত তাড়াতাড়ি সম্ভব এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করার পদক্ষেপ করা হচ্ছে ৷ তিনি আরও জানিয়েছেন এই দাবি নিয়ে অখিল ভারত আখরা পরিষদের সাদউরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছেন ৷ তিনি আশাপ্রকাশ করেছেন যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করার যায় সেই ব্যাপারেই কাজ চলছে ৷

advertisement

আখরা পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে আগে এলাহাবাদের নাম প্রয়াগরাজই ছিল ৷ মুঘলরাই নাম পরিবর্তন করে এলাহাবাদ করেছিল ৷ সঙ্গে সঙ্গে মুঘলরা পরিবর্তিত করেছিল বেশ কিছু এলাকারও ৷ তাই মুঘলদের নাম বহন না করে পুরনো নামেই ফিরে আসতে চাইছে সবাই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন : এই কারণেই আগামী তিন মাস অমিত শাহের ঠিকানা হতে চলেছে ভোপাল

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'এলাহাবাদ' বদলে 'প্রয়াগরাজ' ! নাম পরিবর্তনে প্রস্তুতি চলছে তুঙ্গে