TRENDING:

মিথ্যে নয় মিথ। ইয়েতি আছে।

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গোটা দুনিয়া উলটে যাক, ইয়েতি আছে। বিলকুল আছে। শৈশবেই বইয়ের পাতায় তার খোঁজ পায় বাঙালি। কাকাবাবু, টেনিদা, টিনটিনের হাত ধরে, বছর বারোর বঙ্গ কিশোর চিনে ফেলে হিমালয়ের ভূগোল। রহস্যময় তুষারমানবের সঙ্গে দেখা হয় বারবার।
advertisement

সে এক কৈশোরের বই-দুপুর। বাড়ির কাছে খুঁজে পাওয়া আফ্রিকার জঙ্গল। বুনিপ হয়তো ধারেকাছেই অপেক্ষায়। হাতের আঙুল তখনও টেম্পল রানের ভার্চুয়াল জগতে লেপটে যায়নি। মনে তিব্বতে টিনটিনের দাপাদাপি। প্রথমবার দার্জিলিঙে বরফের উপর পায়ের ছাপ দেখে আঁতকে ওঠা। টেনিদার ভাষায় একেবারে, পুঁদিচ্চেরি কেস! বছর বারোর মনে রোমাঞ্চ-কল্পনা মিলেমিশে একাকার। মাকালু বেসক্যাম্পের কাছে বরফের উপর বিশালাকার পায়ের ছাপ। ভারতীয় সেনার অভিযাত্রী দলের তোলা এই ছবি যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাহাড়চূড়োয় আতঙ্ক’ উসকে দিল। ইয়েতিকে কেউ বলেন ‘মে তে’। কেউ বলেন ‘মি গো’। ভারত, নেপাল, ভুটান, মঙ্গোলিয়া-সহ বহু দেশ জুড়ে ছড়িয়ে তুষারমানবের নানা কাহিনি। সেসবই কাকাবাবু ও সন্তুর গল্পে তুলে এনেছিলেন সুনীল। তা থেকে বাংলা ফিল্মও তৈরি হয়েছে।

advertisement

ইয়েতি আছে না নেই? তুষারমানবের অস্তিত্ব নিয়ে আজও তর্কে তুফান তোলে চাপা চোয়াল, পাকা মাথা। কিন্তু, যে কিশোর ছুঁয়ে গেছে কাকাবাবু-সন্তু, টেনিদা বা টিনটিনের লোকগাথা? তারা? মিথ্যে নয় মিথ। ইয়েতি আছে। কল্পনায় বহাল তবিয়তেই আছে।

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
মিথ্যে নয় মিথ। ইয়েতি আছে।