গা ছমছমে সিরিজের এ বার দ্বিতীয় পর্ব । প্রযোজকের আসনে সেই অনুষ্কা শর্মা । ‘পরী’র পর এ বার আসছে ‘বুলবুল’ । অ্যামাজন প্রাইমে ‘পাতাললোক’ সবেই মুক্তি পেয়েছে অনুষ্কার । সেই সিনেমা আপাতত সুপারহিট । এ বার নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা । প্রথম ছবি ‘বুলবুল’ । গত ৯ জুন এই ছবির ফার্স্ট লুক সবার সামনে এনেছিলেন বিরাট ঘরণী । এ বার প্রকাশ্যে এল ‘বুলবুল’-এর ট্রেলর । হরর আর সাসপেন্সের যোগ্য মিশেল করেছেন পরিচালক অনবিতা দত্ত । ‘পরী’র পর ফের ‘বুলবুল’-এ পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন অনুষ্কা । এ ছাড়াও ছবিতে রয়েছেন পাওলি দাম । বিধবা পাওলির চরিত্র যথেষ্ট রহস্যের উদ্রেক করছে ট্রেলরে । আরও রয়েছেন রাহুল বোস, অবিনাশ তিওয়ালি, তৃপ্তি দিমরি। ছবির সঙ্গীত দিয়েছেন অমিত ত্রিবেদী।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2020 9:16 PM IST