যন্তর মন্তরে কৃষকদের এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ সরকারের উদ্দেশে কৃষি আইন বাতিলের কথাই বলেছেন তিনি। যদিও সংসদে যত দিন পর্যন্ত বাদল অধিবেশন চলবে, তত দিন দিল্লির যন্তর মন্তরে নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন আন্দোলনকারী কৃষকরা। প্রত্যেক দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
advertisement
প্রসঙ্গত, ২০২০ সালের ২৬ অক্টোবর থেকে দিল্লি, হরিয়ানা, পঞ্জাব সহ উত্তর ভারত তথা দেশের প্রতিটি প্রান্তে, কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছিল৷ সেই আন্দোলনকে ঘিরে চলতি বছর ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর ব়্যালিকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী দিল্লি ৷ তা সত্ত্বেও গত অক্টোবর থেকে চলে আসা কৃষক আন্দোলন এখনও থামেনি৷
ইতিমধ্যেই কৃষকদের পাশে দাঁড়িয়ে বারবার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, ২১ জুলাই কর্মসূচি থেকেও কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। সংসদেও যে ইস্যুটি নিয়ে বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে ছেড়ে কথা বলবে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই।