TRENDING:

চোর সন্দেহে বেল্ট দিয়ে বেঁধে প্রহার, মৃত দলিত সাফাইকর্মী

Last Updated:

ফের গুজরাত ৷ আবারও আমানবিকতার নজির ৷ চোর সন্দেহে গণপ্রহারে মৃত্যু হল দলিত সাফাইকর্মীর ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুজরাত: ফের গুজরাত ৷ আবারও আমানবিকতার নজির ৷ চোর সন্দেহে গণপ্রহারে মৃত্যু হল দলিত সাফাইকর্মীর ৷ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ৷
advertisement

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ৷ সেখানে দেখা যাচ্ছে এক ব্যাক্তিকে কোনও এক কারখানার গেটে বেল্ট দিয়ে বেঁধে বেধড়ক প্রহার করা হচ্ছে ৷ বারবার অনুরোধ করা সত্ত্বেও কেউ কর্ণপাত করছে না তাঁর কথায় ৷

অমানবিক এই ঘটনাটি ঘটেছে রাজকোটের কাছে শাপার-ভেরাভাল শিল্পাঞ্চলে ৷ পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মুকেশ বানিয়া (৩৫)। তিনি স্ত্রীর সঙ্গে একটি কারখানার কাছে আবর্জনা কুড়োচ্ছিলেন। সেই সময়ই চোর বলে সন্দেহ করা হয় ওই দম্পতিকে ৷ কারখানার ম্যানেজারের নির্দেশে বেঁধে পেটানো হয় মুকেশকে ৷ বেধড়ক মারা হয় মুকেশের স্ত্রীকেও ৷

advertisement

গুরুতর জখম অবস্থায় মুকেশকে হাসপাতলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে মুকেশের স্ত্রীর ৷

পুরো ঘটনার ভিডিওটি ট্যুইটারে পোস্ট করেন গুজরাতের বিধায়ক জিগনেশ মেওয়ানি ৷ এই ঘটনাকে ‘উনা কাণ্ড’-এর থেকেও নৃশংস বলে উল্লেখ করেন জিগনেশ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

২০১৬ সালে গুজরাতের উনায় গোহত্যার অভিযোগে লোহার রড দিয়ে বেধড়ক মারা হয়েছিল এক দলিত যুবককে ৷ অভিযুক্ত তিনজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চোর সন্দেহে বেল্ট দিয়ে বেঁধে প্রহার, মৃত দলিত সাফাইকর্মী