ট্যুইটারে রাহুল লিখেছেন, 'এ বার ভালো করেছি বুঝে গেছি৷ বিজেপি ও আরএসএস গড-কে লাভার নয়, গড-সে লাভার্স৷' কয়েক দিন ধরেই মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে নানাবিধ বিতর্ক চলছে৷ কমল হাসানকে দিয়ে সূত্রপাত৷
advertisement
কমল হাসান বলেন, মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসে স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী৷ এবং তিনি হিন্দু৷ মাক্কাল নিধি মায়াম রাজনৈতিক দলের প্রধান ও অভিনেতা কমল হাসানের মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়৷ এরপরই বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা নাথুরাম গডসেকে 'দেশপ্রেমী' বলেন৷ এর পর কের পর এক বিজেপি নেতা গডসের সমর্তনে নানা মন্তব্য শুরু করে দেন৷
advertisement
ইতিমধ্যেই প্রজ্ঞা-সহ ৩ বিজেপি নেতা-নেত্রীকে নোটিশ পাঠিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ মধ্যপ্রদেশের বিজেপি মুখপাত্রকে সাসপেন্ডও করা হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2019 7:35 PM IST